ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

সন্ত্রাসের শিকার শিল্পীকন্যা সেঁজুতি

 গণ-আন্দোলনের মধ্যে দিয়েই শাসকদলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিল বামেরা

বিশ্বরূপ দে : ১২ই ফেব্রুয়ারি, শনিবার ছিল পশ্চিমবঙ্গের চার জেলার পৌরসভা নির্বাচন । কোভিড নিয়ন্ত্রণ বিধির পাশাপাশি, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালিত করতে প্রশাসনের তরফে কঠোর আইনি বন্দোবস্ত করা হয় । তা সত্ত্বেও নির্বাচনের দিন সকাল থেকেই ওই চার জেলাজুড়ে ইচ্ছাকৃত অশান্তি ছড়িয়ে সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া বানচাল করার অভিযোগ ওঠে রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে । ওই চার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের একাধিক বুথে তৃণমূলী সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশ ও নির্বাচন কমিশনকে জানিয়েও কোন লাভ হয়নি বলে দাবি বামেদের । আসানসোল ও বিধাননগরের বহু ভোটকেন্দ্রে বুথজ্যাম থেকে শুরু করে, ভোটারদের ভয় দেখানো, বিরোধী দলের প্রার্থীদের ওপর হামলার মতো অসংখ্য ঘটনা সত্বেও নির্বিকার প্রশাসন । ভোট পর্বের শেষে যথারীতি "দুএকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ ছিল" বলেই নিজেদের দায় সারে রাজ্য-প্রশাসন । আর তাই নির্বাচনের নামে প্রহসন হয়েছে বলে রাজ্যকে কটাক্ষ করেছে বামেরা ।

  এদিন তৃণমূলী সন্ত্রাসের শিকার হয়ে বিধাননগরে আক্রান্ত হন বিশিষ্ট চিত্রশিল্পী অর্জুন মুখোপাধ্যায় ও রীতা মুখোপাধ্যায়ের কন্যা, বিশিষ্ট অনিজীবী তথা বাম নেতৃত্ব কমরেড সেঁজুতি মুখোপাধ্যায় । বিধাননগরের ৩২নং ওয়ার্ডের ছাপ্পা ভোট রুখতে গিয়ে তৃণমূলের গুন্ডাবাহিনী দ্বারা আক্রান্ত হয়ে হাতে গুরুতর আঘাত পান তিনি । মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বাধা দেওয়ার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শাসকদলের লুম্পেন বাহিনীর হাতে আক্রান্ত হয়েও পিছিয়ে আসেন নি কমরেড সেঁজুতি । দলের পক্ষ থেকে তাঁকে রক্তিম অভিনন্দন জানিয়েছেন সকলে ।


  এর পাশাপাশি, আসানসোলের ৩৪নং ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী কমরেড সঞ্জয় প্রামানিকও আক্রান্ত হন শাসকদল আশ্রিত গুন্ডাবাহিনীর হাতে । রক্তাক্ত হয়েও মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের প্রতিবাদে কমরেডদের নিয়ে শাসকদলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তিনি । গুরুতর আহত হয়ে হাসপাতালের শয্যায় শায়িত অবস্থাতেও রাজ্যের রাজনৈতিক ক্ষমতার চূড়ান্ত অপব্যবহারের বিরুদ্ধে আগামীদিনে সাথীদের নিয়ে পথে নেমে গণ-আন্দোলনের মধ্যে দিয়েই শাসকদলের এই হিংস্রতার বিরুদ্ধে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন বামপ্রার্থী কমরেড সঞ্জয় প্রামানিক ।

  অন্যদিকে, পরবর্তী পৌরসভা নির্বাচনে শাসকদলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সমস্ত জেলাজুড়ে মানুষকে ঐক্যবদ্ধ করতে শুরু করেছে সিপিআই, সিপিআইএম, সিপিআই (এমএল) লিবারেশন সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দল । রবিবার দক্ষিণ ২৪ পরগণার রাজপুর-সোনারপুর পৌরসভার ২৮,২৯,৩০,৩১,৩৩ ও ৩৪নং ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড রজত চ্যাটার্জি, অঞ্জনা নস্কর, সুভাষ নন্দী, গৌতম দত্ত, পম্পা ঘোষ ও প্রবাল চক্রবর্তীর সমর্থনে সোনারপুর পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে এক পদযাত্রা সংগঠিত হয় । যার নেতৃত্বে ছিলেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুজন চক্রবর্তী । 

  তবে পরবর্তী নির্বাচনেও শাসকদলের পক্ষ থেকে প্রশাসনকে পঙ্গু বানিয়ে নিজেদের গুন্ডাবাহিনী নামিয়ে মানুষের স্বতঃস্ফূর্ত ভোটদানে বাধার চেষ্টা করা হবে বলেই আশঙ্কা প্রকাশ করছে বিরোধী শিবির । সেক্ষেত্রে ছাত্রযুব ও মহিলা সহ সমাজের সর্বস্তরের গণতান্ত্রিক মানুষকে ঐক্যবদ্ধ হয়ে শাসকের সন্ত্রাস রুখতে প্রতিরোধের ব্যারিকেড গড়ে তোলার আহ্বান জানিয়েছে বামেরা ।

Post a Comment

0 Comments