পুরভোটে তৃণমূলী সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে প্রেস বিবৃতি জারি করলো সিপিআই (এমএল) লিবারেশন
বিশ্বরূপ দে : রাজ্য পুলিশের প্রত্যক্ষ সহায়তায় অবাধে সন্ত্রাস নামিয়ে পুর নির্বাচনকে প্রহসনে পরিণত করলো শাসক দল তৃণমূল কংগ্রেস - ২৭শে ফেব্রুয়ারি, রবিবার নির্বাচন শেষে এক প্রেস বিবৃতি জারি করে শাসকদলের বিরুদ্ধে এভাবেই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো নকশালপন্থী সংগঠন সিপিআই (এমএল) লিবারেশন ।
উক্ত প্রেস বিবৃতিতে দলের রাজ্য সম্পাদক কমরেড অভিজিৎ মজুমদার বলেন, "১০৮টি পুরসভার মধ্যে বারাসত, উত্তর দমদম, ভাটপাড়া কামারহাটি, বসিরহাট, ডায়মন্ড হারবার, সোনারপুর ও জয়নগর সহ বেশ কিছু জায়গায় নির্বাচনী বুথ দখল করে ছাপ্পা ভোট দেওয়া, আগ্নেয়াস্ত্র হাতে ভোটারদের ভোটদানে বিরত থাকার হুমকি, বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রবল সন্ত্রাস, এমনকি বিপক্ষ প্রার্থীদের ওপর এবং সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর হামলা ও শারীরিক নিগ্রহের মতো একাধিক ঘটনা সামনে এসেছে । প্রতিটা বুথে মোতায়েন পুলিশ কর্মীদের চোখের সামনেই এতসব বেআইনি কার্যকলাপ অনুষ্ঠিত হলেও তাদের নিষ্ক্রিয়তা বা সন্ত্রাসীদের পক্ষে অতিসক্রিয়তাই নজরে এসেছে রাজ্যবাসীর । প্রিসাইডিং অফিসারদের ঠুঁটো জগন্নাথ বানিয়ে তৃণমূল নেতার একের পর এক বোতাম টিপে ছাপ্পা ভোটের চিত্রও প্রকাশ্যে এসেছে"।
ভোটদান প্রতিটা মানুষের গণতান্ত্রিক অধিকার । সেক্ষেত্রে কোন ব্যক্তি বা রাজনৈতিক দল তার প্রভাব খাটিয়ে বা বাহুবল প্রদর্শন করে যাতে কোনভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করতে না পারে, সেজন্যই কঠোর পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয় । কিন্তু পুলিশ যদি নিজেই কোথাও পরোক্ষ, কোথাও প্ৰত্যক্ষ ভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের মদতদাতার ভূমিকা পালন করে, তাহলে সেই সমাজ ব্যবস্থায় আইন-শৃঙ্খলা বলতে আর কিছুই যে নেই, সেটা প্রমাণিত ।
এবিষয়ে দলের রাজ্য সম্পাদক বলেন, "পশ্চিমবঙ্গে আরও একবার পুলিশ ও নির্বাচন কমিশনের যোগসাজশে শাসক দল তৃণমূল কংগ্রেসের ভোট লুঠ প্রত্যক্ষ করলো সাধারণ নাগরিক । নির্বাচনের নামে এই কুনাট্য পরিচালনার দায় নিতে হবে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে"।
নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভোটলুঠের কান্ডারীদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে সিপিআই (এমএল) লিবারেশন ।
পাশাপাশি, সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার এবং রাজ্য নির্বাচন কমিশনকে রাজ্যবাসীর কাছে ক্ষমা চেয়ে ভোটলুঠের কেন্দ্রগুলিতে ভোটারদের নিরাপত্তা অক্ষুণ্ন রেখে পুনরায় র্নিবাচন করারও দাবি জানিয়েছেন সিপিআই (এমএল) লিবারেশনের রাজ্য সম্পাদক কমরেড অভিজিৎ মজুমদার ।
0 Comments