ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

মুজরার আসরে টাকা উড়াতে গিয়ে 'ভাইরাল' তৃণমূল নেতা!

 

নিজস্ব প্রতিবেদক, রামপুরহাট, ২৫ ফেব্রুয়ারি : নাচের আসরে নোটের তাড়া থেকে টাকা খুলে তরুণীর মাথায় ছড়িয়ে দিচ্ছেন এক ব্যক্তি। এই ভিডিয়ো ভাইরাল হতেই ছড়িয়েছে তুমুল বিতর্ক। ভিডিয়ো যে ব্যক্তিকে ফিল্মি কায়দায় টাকা ওড়াতে দেখা গিয়েছে তিনি বীরভূম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা প্রদীপকুমার ভকত ওরফে বাবলু। এই ঘটনার নিন্দা করেছে বিজেপি। তবে খাদ্য কর্মাধ্যক্ষ বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ।

দিন কয়েক আগে থেকেই একটি ভিডিয়ো বীরভূমের মোবাইলে ঘুরে বেড়াচ্ছে। ভিডিয়োতে দেখা গিয়েছে জনপ্রিয় হিন্দি ছবি ‘দেবদাস’-এর গানের সঙ্গে লাল রঙের ঘাগরা-চোলিতে নেচে চলেছেন এক তরুণী। সিনেমায় ‘চন্দ্রমুখী’র চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ভিডিয়োর শেষ দিকে দেখা গেছে সুসজ্জিত ওই ঘরে এক ব্যক্তি তরুণীর মাথার উপর একের পর নোট ওড়াচ্ছেন। হাওয়ায় সেই নোট উড়ে উড়ে পড়ছে চারদিকে। আর ওই নাচের অনুষ্ঠানে স্বল্প পোশাকে এক মহিলাকে টাকা কুড়োতেও দেখা গিয়েছে। এমনকী, লাস্যময়ী তরুণীর নাচ চলাকালীন সেখানে তৃণমূল নেতা প্রদীপকুমার ভকত ছাড়াও আরও তিনজন পুরুষকে দেখা গিয়েছে। এক পুরুষ কণ্ঠকে বলতে শোনা গিয়েছে, ‘‘ওয়াহ, জবাব নেই”। আবার বলতে শোনা গিয়েছে, “আমাদের বিহারে বিয়ে শাদিতে এই রকমই চলে”। 

মুজরা আসরের মতো নাচের সঙ্গে তৃণমূল নেতার টাকা ওড়ানোর ভিডিয়ো ভাইরাল হতে শোরগোল পড়ে গিয়েছে বীরভূমে। সুসজ্জিত ঘরে এইভাবে আসর বসিয়ে তৃণমূল নেতার টাকা ছড়ানোর বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। 

তবে ওই ভাইরাল হওয়া ভিডিয়ো কবেকার বা কোথাকার সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে এই বিষয়ে মুখ খুলেছেন তৃণমূল নেতা নিজেই। তৃণমূল নেতা প্রদীপকুমার ভকত এই ভিডিয়ো প্রসঙ্গে জানান, এটি সাম্প্রতিক কোনও ঘটনা নয়। নাচের কোনও আসর বা মুজরা নয়, সাড়ে তিন মাস আগে তাঁর বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে নাচ গানের জন্য অর্কেস্ট্রা ভাড়া করা হয়েছিল। তিনি বলেন, "আমাদের সমাজে বিয়ের অনুষ্ঠানে এমন চল রয়েছে। কিছু দিন বীরভূমে মুরারই রাজগ্রামে একটি ঝমেলা হওয়ায় রাজগ্রামে কিছু লোক অপবাদ করার জন্য এই ভিডিয়ো ভাইরাল করেছে”। 

টাকা ওড়ানোর ভিডিয়ো বিতর্ক নিয়ে কড়া সমালোচনা করেছে জেলার বিরোধী দল বিজেপি। বিজেপি নেতা শুভাশিস চৌধুরীর বলেন, “এই ঘটনা তৃণমূলের সংস্কৃতি, কৃষ্টির সঙ্গে মিলে গেছে কোনও সন্দেহ নেই। তৃণমূল যেমন দল তাদের নেতাদের কার্যকলাপও তেমনি সামঞ্জস্যপূর্ণ।”

Post a Comment

0 Comments