কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে পথে নামলো সকল ট্রেড ইউনিয়ন
বিশ্বরূপ দে : কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে মঙ্গলবার দেশের প্রতিটা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে ধর্মতলায় এক প্রতিবাদী সভা সংগঠিত হয় । AICCTU সহ সকল ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের আহ্বানে আগামী ২৮ ও ২৯শে মার্চ দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে ১লা ফেব্রুয়ারি, মঙ্গলবার গণসংগঠনগুলির পক্ষ থেকে কলকাতার ধর্মতলায় এক বিক্ষোভ সভার আয়োজন করা হয় । পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে ধর্মঘটের সমর্থনে মিছিলের অনুমতি না দেওয়ায় বাধ্য হয়েই বিক্ষোভ কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করে সংগঠনের নেতৃবৃন্দ । উক্ত সভায় বক্তব্য রাখেন AICCTU, CITU, INTUC, AITUC, UTUC, TUCC, AIUTUC, ১২ই জুলাই কমিটি, রেল, BSNL-এর ইউনিয়ন নেতৃবৃন্দ ।
প্রসঙ্গত উল্লেখ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন লোকসভায় ২০২২-২০২৩ আর্থিক বছরের বাজেট পেশ করেন । বাজেট পেশ করার আগে তিনি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে এক আনুষ্ঠানিক বৈঠক করেন এবং তারপর সংসদ ভবনে পৌছন । অর্থমন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য মন্ত্রীরাও বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠকের জন্য সংসদ ভবনে যান । সেখানে বিশেষ পর্যায়ের বৈঠকের পরই লোকসভায় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।
বাজেট অধিবেশনের বক্তব্যে দেশের অর্থনীতির হাল সামলাতে চলতি আর্থিক বছরে প্রতিটা রাজ্যকে ১লক্ষ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী । আগামী ৫০ বছর এই অর্থের বিনিময়ে রাজ্যগুলির কাছ থেকে কোনরকম সুদ নেওয়া হবে না, কারণ এই অর্থ অন্যান্য খাতে রাজ্যগুলিকে দেওয়া বিভিন্ন ঋণের চাইতে আলাদা হবে বলেই জানিয়েছেন অর্থমন্ত্রী । বিপুল পরিমানের এই কেন্দ্রীয় অনুদান পিএম গতি শক্তি যোজনার প্রকল্পগুলিতেই ব্যয় করা হবে ।
এর মাধ্যমে চলতি বছরেই 5g ইন্টারনেট এবং গ্রামে সস্তায় ব্রডব্যান্ড পরিষেবার কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি । পাশাপাশি SEZ আইনের পরিবর্তন করার কথাও ঘোষণা করেন অর্থমন্ত্রী । এসবের পাশাপাশি, আগামী তিন বছরের মধ্যেই ৪০০ হাইস্পিড "বন্দে ভারত" ট্রেন ও লকডাউনে পিছিয়ে পড়া স্কুল পড়ুয়াদের সুবিধার্থে প্রত্যেক ক্লাস পিছু একটি করে টিভি চ্যানেল তৈরি এবং ডিজিটাল বিশ্ববিদ্যালয় গড়ার কথাও বাজেটে ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।
0 Comments