ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

কেন্দ্রীয় বাজেটের সমালোচনায় সরব সীতারাম ইয়েচুরি

 বাজেট প্রসঙ্গে ট্যুইট বার্তার মাধ্যমে কেন্দ্রকে প্রশ্ন ইয়েচুরির

 


বিশ্বরূপ দে   :   সম্প্রতি পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটের কড়া সমালোচনা করলেন সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি । 

  বাজেট সম্পর্কে জোরালো প্রশ্ন তুলে এক ট্যুইট বার্তায় ইয়েচুরি বলেন "কার জন্য এই বাজেট ? ধনীদের ১০% ভারতীয়ই দেশের ৬৪.৬% সম্পদের মালিক । আর ৬০%-এর হাতে রয়েছে মাত্র ৫%-এর কম সম্পদ । করোনা মহামারিতে বেকারত্ব, দারিদ্র ও ক্ষুধা বেড়ে যাওয়ার সময়ও যারা বিভিন্ন বাণিজ্যিক সূত্রে অতিরিক্ত মুনাফা অর্জন করেছেন, কেন্দ্রের পক্ষ থেকে তাদের ওপর কেন বেশি কর আরোপ করা হয়নি"? - ট্যুইটে এই প্রশ্নই তুলেছেন ইয়েচুরি । 

  অন্য আরেকটি ট্যুইট বার্তায় তিনি বলেন,"বর্তমানে ভারতে প্রায় ২০ কোটি কর্মসংস্থানের সুযোগ হ্রাস হয়েছে । বাজেটে কোনো শহুরে কর্মসংস্থানের কথা উল্লেখ বা ঘোষণা করা হয়নি । গত বছরের বরাদ্দ অনুযায়ী MGNREGA-তে এখনো ৭০ হাজার কোটি টাকা রয়েছে, যা বিগত বছরগুলির তুলনায় ৫০ হাজার কোটি টাকা কম"।

দেশের যুব সমাজের জীবন জীবিকার ওপর কেন্দ্রের এ এক অপরাধমূলক আক্রমন বলেই ট্যুইটে বলেন ইয়েচুরি ।  

  এর পাশাপাশি, কৃষকদের প্রসঙ্গ তুলে অন্য আরেকটি ট্যুইট বার্তায় তিনি বলেন,"কৃষকদের আয় দ্বিগুণ করা নিয়ে কেন্দ্রের তরফে প্রচার করা হচ্ছে । এবিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী গর্বের সাথে ঘোষণা করেছেন যে ধান এবং গমের ন্যূনতম সহায়ক মূল্য হিসেবে কৃষকদের ব্যাংক একাউন্টে সরাসরি টাকা দেওয়ার জন্য ২.৩৭ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । আসলে এই বরাদ্দ ২০২০/২১ সালের এমএসপি পেমেন্টের চাইতেও কম । ওই বছর এমএসপি দেওয়া হয়েছিল ২.৪৭৮ লক্ষ কোটি টাকা" । সুতরাং অর্থনৈতিক সঙ্কটের মুখে ফেলে কৃষকদের ওপর অপরাধমূলক হামলা বহাল রেখে চলেছে কেন্দ্রীয় সরকার - ট্যুইটে এমনই ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রের জনবিরোধী বাজেটের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলে মোদি সরকারের তীব্র সমালোচনা করেছেন সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি ।

Post a Comment

0 Comments