ভ্যাজাল দুধ তৈরির সরঞ্জাম সহ ধৃত তিন
বিশ্বরূপ দে : গৃহস্থের খাটালের পেছনে দীর্ঘদিন ধরে চলতো ভ্যাজাল দুধ তৈরির রমরমা কারবার । আজ গোপন সূত্র মারফৎ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বলাগড় থানার পুলিশ । ভ্যাজাল দুধ ও তৈরির যাবতীয় সরঞ্জাম সহ গ্রেফতার করা হয় তিনজনকে ।
গরুর দুধে পাম অয়েল ও মনোপটাশিয়ামের মতো বিষাক্ত রাসায়নিক দ্রব্য মিশিয়ে ঘন করে সরবরাহ করা হতো বাজারের নামী-দামী কোম্পানিতে ।
সেই ভ্যাজাল দুধ কখনো তরল, কখনো তা থেকে আবার মিল্ক পাউডার তৈরি করে বাজারজাত করতো ওইসব বড় বড় কোম্পানি । আজ বলাগড় থানার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ভ্যাজাল দুধ তৈরির এই কারখানায় হানা দিয়ে দুই মহিলা ও একজন পুরুষ সহ তিনজনকে গ্রেফতার করেছে ।
তাদের জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য । পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে যে বাড়ির খাটালে রাখা ২৫টি অস্ট্রেলিয়ান গরুর দুধ সংগ্রহ করে তাতে গ্লুকোজ পাম অয়েল ও মনোপটাশিয়াম মিশিয়ে দুধের ঘনত্ব বাড়িয়ে সেই দুধ সরবরাহ করা হতো সমস্ত পরিচিত ব্র্যান্ডেড কোম্পানিগুলিতে ।
ধৃতদের সাথে বড় কোন চক্রের যোগাযোগ আছে কিনা বা আর কারা কারা এই কারবারের সাথে যুক্ত, সে বিষয়ে খোঁজ খবর নিচ্ছে বলাগড় থানার পুলিশ এবং উচ্চ পদস্থ আধিকারিকেরা ।
তবে কিভাবে পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে দীর্ঘদিন ধরে এই ভ্যাজাল দুধ তৈরির কারবার চলতো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়দের একাংশ ।
0 Comments