বিজেপি প্রার্থীর বাড়িতে দুষ্কৃতী হানা, ভাংচুর, খুনের হুমকি
নিজস্ব প্রতিবেদক ,রামমপুরহাট, ১১ ফেব্রুয়ারি : বিজেপির প্রতীকে মনোনয়ন জমা দেওয়ায় ভাংচুর করা হল প্রার্থীর বাড়ির কাঁচ। বাদ যায় তার ভাইয়ের বাড়িও। যদিও রাত থেকে সকাল পর্যন্ত পুলিশের দেখা মেলেনি বলে অভিযোগ।
ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন দীনেশ মণ্ডল। তার পাশেই ৯ নম্বর ওয়ার্ডে থাকেন দাদা তাপস মণ্ডল। দীনেশবাবু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ভয়ে মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই শহর ছাড়া। আতঙ্কে রয়েছে পরিবার। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে একটি চার চাকা গাড়িতে চড়ে কয়েকজন দুষ্কৃতী প্রথমে দীনেশের বাড়িতে হামলা চালায়। এরপর দাদা তাপস মণ্ডলের বাড়ি ভাংচুর করে। দীনেশের স্ত্রী ইতি মণ্ডল বলেন, "আতঙ্কে আমরা সন্ধ্যা থেকেই বাড়ির দরজা বন্ধ রাখি। রাত সাড়ে ১০ টা থেকে ১১ টার মধ্যে কয়েকজন দুষ্কৃতী প্রথমেই অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। এরপর পাথর, ইট দিয়ে বাড়ির সমস্ত জানালার কাছ ভেঙে দেয়। গেটে লাথি মারে ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। কিন্তু পরার লোকজন বেরিয়ে আসায় দুষ্কৃতীরা পালিয়ে যায়। যাওয়ার আগে শাসিয়ে যায় মনোনয়ন তোলা না হলে গুলি করে মেরে দেওয়া হবে। আমার ভাগ্নি পুলিশকে ফোন করেছিল। কিন্তু পুলিশ আসেনি"।
তাপসবাবু বলেন, "আমি পাশের ৯ নম্বর ওয়ার্ডে বসবাস করি। দুষ্কৃতীরা আমার বাড়ির কাঁচও ভেঙে দেয়। প্রত্যেকের মুখ কাপড়ে দিয়ে বাঁধা ছিল। বার বার ওরা খুনের হুমকি দিচ্ছিল। সারা রাত আতঙ্কে ঘুম নেই। পুলিশ আসেনি। এরাজ্যে বিরোধীরা কি ভোটে দাঁড়াতে পারবে না"?
0 Comments