ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

পিএম নরেন্দ্র মোদির বিরুদ্ধে ফৌজদারি নোটিশ

 সিআরপিসির 156(3) ধারায় নোটিশ পাঠালো মাননীয় আদালত 



বিশ্বরূপ দে  :  সেনা বাহিনীর পোশাক পরাকে শাস্তিযোগ্য অপরাধ চিহ্নিত করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খোদ নরেন্দ্র মোদির বিরুদ্ধেই নোটিশ পাঠালো উত্তরপ্রদেশ আদালত । 

  বিশেষ সূত্রের খবর অনুযায়ী, ২০২১ সালে কাশ্মীর সফরের সময় সেনাবাহিনীর পোশাক পরেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁর "সেনা পোশাক" পরার বিরুদ্ধে ওই সময় উত্তরপ্রদেশের প্রয়াগরাজের একটি আদালতে পিটিশন জমা পড়ে । সেই পিটিশন বা আবেদনের ভিত্তিতেই ৩রা ফেব্রুয়ারি'২২ শনিবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ওই আদালতের তরফ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খোদ নরেন্দ্র মোদির বিরুদ্ধেই নোটিশ জারি করা হয়েছে বলে জানিয়েছে উক্ত আদালতের "বার এন্ড বেঞ্চ" কর্তৃপক্ষ । 

  বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, CRPC বা ক্রিমিনাল প্রসিডিওর আইনের 156(3) নম্বর ধারা অনুসারে সেনাবাহিনীর পোশাক পরার অপরাধে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদালতে আবেদন করেন আইনজীবী রাকেশ নাথ পাণ্ডে । আবেদনে তিনি বলেন, "ভারতীয় দণ্ডবিধির ১৪০ নং ধারাতে সেনা বাহিনীর পোশাক পরা শাস্তিযোগ্য অপরাধ । এই ধারায় কোন অসামরিক নাগরিককে সেনা, নাবিক বা বিমান বাহিনীর পোশাক পরতে কড়া নিষেধাজ্ঞা জারি করা রয়েছে"।

  ২০২১ সালে এই আবেদন আদালতে জমা পরার পর সিজেএম (চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট) হরেন্দ্র নাথ তা স্বীকার করার পরিবর্তে প্রত্যাখ্যান করেন । এরপর আবেদনকারি আইনজীবী রাকেশ নাথ পাণ্ডে আবেদনটি জেলা আদালতে পেশ করেন । জেলা বিচারক নলিন কুমার শ্রীবাস্তব সেই আবেদন স্বীকার করেন এবং সেনা বাহিনীর পোশাক পরার অপরাধে ভারতীয় দণ্ডবিধির সিআরপিসি আইন অধীনস্ত 156(3) নং ধারায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেই তাঁর কার্যালয়ে নোটিশ জারি করেন ।

Post a Comment

0 Comments