ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

বামেদের অভিযোগ নির্বাচনের নামে প্রহসন হয়েছে বিধাননগরে

 প্রয়াত সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় নামে পড়লো ভোট

বিশ্বরূপ দে  :   আসানসোলের পাশাপাশি বিধাননগর পৌরসভা নির্বাচনেও সামনে এলো তৃণমূলী সন্ত্রাস । 

  বিরোধী দল সিপিএমের অভিযোগ, নির্বাচনের নামে কুৎসিত প্রহসন হয়েছে বিধাননগর জুড়ে । হয়েছে ছাপ্পা ভোটের ছড়াছড়ি ! বহু বুথে মৃত মানুষের ভোট পড়ে যায়, জেনুইন ভোটার ভোট দিয়ে চলে যাওয়ার পরেও তার নামে ফলস ভোট দিয়েছে খোদ তৃণমূলের পোলিং এজেন্ট এবং এই কাজে সহযোগিতা করেছেন একজন পোলিং অফিসার - এমনই অভিযোগ বামেদের । 

  সব চাইতে গুরুত্বপূর্ন ঘটনা হলো, বিধাননগরের ৩৩নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রী দ্বিজেন মুখোপাধ্যায় । ২০১৮ সালে তিনি প্রয়াত হন । ভোটার স্লিপে তাঁর নাম কি করে আসে ? এই প্রশ্ন তুলেছে বিরোধী শিবির । শুধু তাই নয়, তাঁর ভোটও দিয়ে দিয়েছে তৃণমূলী এজেন্ট । এই ঘটনায় স্তম্ভিত গায়কের পরিবার ।

  অন্য একটি বুথে জাল ভোটের প্রতিবাদ করায় একজন বামপ্রার্থীকে হুমকি দিয়েছে তৃণমূল এজেন্ট এবং প্রিসাইডিং অফিসার । সিপিএমের অভিযোগ, একটি ওয়ার্ডের প্রার্থীর ইলেকশন এজেন্ট ছিলেন একজন বয়স্ক ভদ্রলোক - তাঁকে ৮/৯ জন বহিরাগত মিলে ধাক্কা মারতে মারতে পোলিং স্টেশন থেকে বের করে দেওয়ার চেষ্টা করে । তার অপরাধ, পুলিশের চোখের সামনে বুথ জ্যাম করার প্রতিবাদ করেছিলেন তিনি । সময়মত দলীয় কর্মীরা উপস্থিত হয়ে চিৎকার না করলে আরো নিগৃহীত হতেন ওই নির্বাচনী এজেন্ট । ওই সময় পুলিশের দায়িত্বপ্রাপ্ত অফিসারের খোঁজ করে তার হদিস পাওয়া গেল আধ ঘণ্টা পর - তিনি নাকি বাথরুমে গেছিলেন !

  বিধাননগরের এডি ব্লকেও শারীরিক আক্রমন করা হয় বিরোধীদের ওপর । দুইজন বিজেপি কর্মী গুরুতর আহত । প্রার্থীর স্বামীর মাথায় আধলা ইঁট দিয়ে আঘাত করা হয় - আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তার মাথায় বেশ কিছু সেলাই পড়েছে । রাজনৈতিক মতাদর্শের চরম বিরোধ থাকলেও, নির্বাচনকে কেন্দ্র করে এই আক্রমণ মেনে নেওয়া যায় না বলেই জানিয়েছে বামেরা । 

  আর আশ্চর্যজনকভাবে এসব ঘটনার যথোপযুক্ত কভারেজ থেকে বহুদূরে ছিল মিডিয়া । বিশেষত বাম প্রার্থীদের তরফ থেকে বারংবার অভিযোগ আসা সত্বেও প্রায় কোনো মিডিয়া হাউসই ঘটনাস্থলে পৌঁছয় নি বলে সংবাদম্যাধ্যমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে বিরোধীরা ।

Post a Comment

0 Comments