আনিসের বাড়িতে গেলেন বামফ্রন্ট নেতৃত্ব
বিশ্বরূপ দে : রাতের অন্ধকারে কবরস্থান থেকে আনিস খানের দেহ তোলাকে কেন্দ্র করে এলাকা জুড়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় । শনিবার রাত ৩:৩০ মিনিট নাগাদ বিডিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে কবরস্থান থেকে আনিসের দেহ তুলতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয় তাদের । স্থানীয়দের অভিযোগ, সত্য আড়াল করতেই রাতের অন্ধকারে আনিসের দেহ লোপাট করার ষড়যন্ত্র করছে পুলিশ-প্রশাসন ।
আনিস খান হত্যার প্রতিবাদে রাজ্যজুড়ে অব্যাহত পথ অবরোধ, থানা ঘেড়াও, পুলিশমন্ত্রীর কুশপুতুল পোড়ানো ইত্যাদি কর্মসূচি । আনিসের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি, এই নৃশংস হত্যার বিচার ও দোষীদের গ্রেফতারের দাবিতে আন্দোলন জারি রাখার আশ্বাস দিয়ে আনিস খানের বাবা সালেম খানের সাথে দেখা করেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, প্রবীর দেব সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃত্ব । ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে আমতা থানার দুজন পুলিশ কর্মচারীকে বরখাস্ত করে গ্রেফতার করা হয়েছে । কিন্তু আন্দোলনকারিদের বক্তব্য, আসল দোষীদের আড়াল করতেই ওই দুজনকে গ্রেফতার করা হয়েছে । অন্যদিকে উলুবেড়িয়ার কবরস্থান থেকে আনিসের দেহ তুলে পোস্ট মর্টেম ও ভিসেরা টেস্টের নির্দেশ দিয়েছে আদালত । শনিবার রাত ৩:৩০ মিনিটে বিডিওর নেতৃত্বে পুলিশবাহিনী কবরস্থান থেকে আনিসের দেহ তুলতে গেলে স্থানীয় যুবক ও আন্দোলনকারিদের বাধার মুখে পড়তে হয় তাদের । স্থানীয়দের বক্তব্য, রাতের অন্ধকারে আনিসের দেহ তুলে লোপাট করার ষড়যন্ত্র করছে পুলিশ-প্রশাসন । আনিসের হত্যা রাজ্যেরই এক সুপরিকল্পিত কর্মকান্ড, সুতরাং এর দায় মমতা বন্দোপাধ্যায়ের সরকারকেই নিতে হবে এবং অবিলম্বে দোষী পুলিশদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে প্রতিটা বামপন্থী দল ও তাদের বিভিন্ন গণ-সংগঠন । আনিস হত্যার ন্যায় বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন SFI, DYFI, AIYF, RYA ও AISA নেতৃত্ব । ২৭ তারিখের ভোট পর্ব মিটলেই আনিস খুনের প্রতিবাদে আরো জোরদার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ISF চেয়ারম্যান তথা ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকী ।
আনিস খুনের বিচারের দাবিতে শুক্রবার চারটি বামপন্থী ছাত্র সংগঠনের পক্ষ থেকে ভবানী ভবন অভিযান সংগঠিত করা হয় । মিছিল শুরুর আগেই রাসবিহারি মোড় থেকে SFI-এর সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস সহ জমায়েত হওয়া অসংখ্য ছাত্রদের বলপূর্বক গ্রেফতার করে পুলিশ ।
শনিবার ২৬শে ফেব্রুয়ারি বিড়লা তারামন্ডলের সামনে থেকে আনিস হত্যার তদন্তের দাবিতে এক প্রতিবাদী মিছিলের ডাক দিয়েছে CPI-এর কলকাতা জেলা পরিষদ ।
ছাত্র নেতা আনিস খান হত্যার বিরুদ্ধে শুক্রবার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের পক্ষ থেকে ধর্মতলা লেনিন মূর্তির পাদদেশে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় । এই সমাবেশে সভাপতিত্ব করে বক্তব্য রাখেন AICCTU-র রাজ্য সম্পাদক কমরেড বাসুদেব বসু । এছাড়া বক্তব্য রাখেন CITU-র রাজ্য সম্পাদক অনাদি সাহু, INTUC-র কামারুজ্জামান, AITUC-র বাসুদেব গুপ্ত, AIUTUC-র অশোক দাস,TUCC-র শ্যামসুন্দর হাজরা,UTUC-র দীপক সাহা, HMS-র বি সি পাল রায় ও CITU-র রাজ্য সভাপতি সুভাষ মুখার্জি প্রমুখ । সভার শুরুতে গণসঙ্গীত পরিবেশন করেন নীতিশ রায় । সভায় উপস্থিত থাকেন AICCTU-র রাজ্য নেতা দিবাকর ভট্টাচার্য, প্রবীর দাস সহ কলকাতা জেলার কর্মীবৃন্দ ।
0 Comments