ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

গণ-আন্দোলনের চাপে ধৃতদের মুক্তি দিল আদালত

 নরেন্দ্রপুর থানার পুলিশি অত্যাচারের বিরুদ্ধে গণ-আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দিল AISA

বিশ্বরূপ দে  :  দলিতের অধিকার ও সামাজিক ন্যায় আন্দোলনের কর্মী এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা শরদিন্দু উদ্দীপনকে গ্রেফতারের প্রতিবাদে, ৭ই ফেব্রুয়ারি সোমবার কামালগাজি মোড়ে সিপিআই (এমএল) লিবারেশনের ছাত্র সংগঠন AISA ও মহিলা সংগঠন AIPWA-র কর্মীদের ওপর নরেন্দ্রপুর থানার পুলিশের বর্বরোচিত আক্রমন ও গ্রেফতারের পর রাজ্যজুড়ে ছাত্রযুব ও মহিলা সংগঠনের গণ-আন্দোলনের চাপে শুক্রবার ধৃতদের জামিন মঞ্জুর করতে বাধ্য হয় বারুইপুর আদালত । আন্দোলনকারি ছাত্রযুবদের এই জয় আরো একবার প্রমান করলো যে শাসকের তৈরি কালা কানুনের শোষণ ও নৃশংস অত্যাচার নীতির বিরুদ্ধে একমাত্র পথই হলো বামপন্থী ছাত্রযুবদের ঐক্যবদ্ধ "গণ-আন্দোলন"।

  এপ্রসঙ্গে আন্দোলনকারি প্রত্যেক ছাত্রযুব, মহিলা ও মানবাধিকার সংগঠনের কর্মীদের আন্তরিক অভিনন্দন জানানোর পাশাপাশি, সমাজের যে সকল প্রগতিশীল মানুষ নরেন্দ্রপুর থানার ওই বর্বরোচিত আক্রমণের বিরোধিতা করে গণ-আন্দোলনের পাশে ছিলেন, তাদের প্রত্যেককে অভিনন্দন জানিয়ে এদিন এক প্রেস বিবৃতি জারি করেন AISA(অল ইন্ডিয়া স্টুডেন্টস এসোসিয়েশন)-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি কমরেড নিলাশীষ বসু এবং সম্পাদক কমরেড স্বর্ণেন্দু মিত্র ।

  উক্ত বিবৃতির মাধ্যমে তারা বলেন,"রাজ্যজুড়ে গণতান্ত্রিক আন্দোলনের জেরে অবশেষে আজ জামিন পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৭জন AISA কর্মী । সাথীদের মুক্তির দাবিতে যে সকল সংগঠন এবং ব্যক্তিবর্গ আমাদের পাশে থেকেছেন, তাদের সকলকে AISA-র রাজ্য কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই । পাশাপাশি অভিনন্দন জানাই মুক্তিপ্রাপ্ত কমরেডদের"।

  কিন্তু এক্ষেত্রে গণ-আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে AISA-র রাজ্য কমিটি । ছাত্রছাত্রীদের ওপর নরেন্দ্রপুর থানার পুলিশ যেভাবে বর্বরোচিত আক্রমন চালিয়ে পুরুষ পুলিশ দ্বারা মহিলা কমরেডদের অকথ্য গালিগালাজ, মারধর এমনকি ধর্ষণ করে খুন করার হুমকি দিয়েছে, এর প্রতিবাদে অবিলম্বে থানার ওসি অনির্বান বিশ্বাস সহ অন্যান্য দোষী পুলিশ কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সংগঠন ।  

  বিবৃতিতে সংগঠন নেতৃত্ব বলেন,"ইতিমধ্যেই মাননীয় সুপ্রিম কোর্ট নরেন্দ্রপুর থানার বিরুদ্ধে যে তদন্তের নির্দেশ দিয়েছে, সেবিষয়ে অগ্রগতির দিকেও আমাদের নজরদারি থাকবে । কিন্তু রাজ্যে গণতন্ত্র হরণের এই নজিরের বিরুদ্ধে , গণতন্ত্র রক্ষার স্বার্থে আমাদের লড়াই জারি থাকবে"।

  অবক্ষয়ী সমাজ ব্যবস্থার "লুণ্ঠিত গণতন্ত্র" রক্ষার লড়াইয়ে রাজ্য তথা দেশের সমস্ত গণতান্ত্রিক সংগঠন ও ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সিপিআই (এমএল) লিবারেশনের ছাত্র সংগঠন AISA(অল ইন্ডিয়া স্টুডেন্টস এসোসিয়েশন)।

  প্রসঙ্গত উল্লেখ, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করাকে কেন্দ্র করে শরদিন্দু উদ্দীপনকে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ । এর প্রতিবাদে কামালগাজি মোড়ে বিক্ষোভ চলাকালীন উক্ত সংগঠনের কর্মীদের গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ । থানার ভেতরে মহিলা কর্মীদের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করা হয় । এমনকি তাদের ধর্ষণ করে খুন করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ । পরদিন ধৃতদের বারুইপুর আদালতে পেশ করা হলে দুজনের জামিন হয় এবং পুলিশের মিথ্যা মামলার জেরে বাকিদের জেল হাজতের নির্দেশ দেয় আদালত । পুলিশের এই বর্বরোচিত আচরণের বিরুদ্ধে রাজ্যজুড়ে "প্রতিবাদ দিবস"-এর ডাক দেয় AISA, AIPWA সহ অন্যান্য গণ-সংগঠন । তারই চাপে সকলকে জামিন দিতে বাধ্য হয় বারুইপুর আদালত ।

Post a Comment

0 Comments