প্রয়াত ডেপুটি মেয়র মনি সান্যালের নামাঙ্কিত ফলকে পরিবর্তন ঘটালো শাসকদল, ক্ষুব্দ এলাকাবাসী
বিশ্বরূপ দে : একদা কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র তথা ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই)-এর অন্যতম নেতা ও চেতলা-আলিপুরের রূপকার কমরেড মনি সান্যাল প্রয়াত হওয়ার পর কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে আলিপুর অধীনস্ত চেতলা সেন্ট্রাল রোডের নামকরণ করা হয় "মনি সান্যাল সরনী"।
বড় হরফে লেখা তাঁর নামের ফলক লাগানো হয় রাস্তার ধারে । আর তাই কমরেড মনি সান্যাল প্রয়াত হওয়ার পর থেকে চেতলা সেন্ট্রাল রোড মনি সান্যাল সরনী বলেই পরিচিত সমস্ত মানুষের কাছে ।
কিন্তু সম্প্রতি বড় হরফে লেখা মনি সান্যাল সরনী নামাঙ্কিত কলকাতা কর্পোরেশনের বোর্ডের নকশা হঠাৎ করেই পাল্টে যাওয়ায় স্তম্ভিত ও ক্ষুব্ধ এলাকাবাসী ।
কয়েক দশক ধরে বড় হরফে লেখা "মনি সান্যাল সরনী"কে একেবারে ক্ষুদ্র হরফে পরিণত করে "চেতলা সেন্ট্রাল রোড" লেখাটিকে বড় হরফে নামাঙ্কিত করে রাস্তার ধারে ফলক বসিয়েছে তৃণমূল পরিচালিত কলকাতা কর্পোরেশন ।
আর তাতেই ক্ষুব্ধ এলাকার বামপন্থী ও সাধারণ মানুষ ।
বিশেষ করে ২১শে ফেব্রুয়ারি প্রয়াত কমরেড মনি সান্যালের জন্ম বার্ষিকী পালনের ঠিক আগের মুহূর্তেই তৃণমূল পরিচালিত পুরবোর্ডের এই কর্মকান্ডের জন্য সাশকদলকেই দায়ী করেছেন এলাকাবাসী ।
তাদের মন থেকে তৎকালীন কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র, তথা কমিউনিস্ট নেতা এবং চেতলার রূপকার কমরেড মনি সান্যালের অবদান জোরপূর্বক মুছে দিয়ে, তাঁকে অসন্মান করার প্রতিবাদ জানিয়ে আগামীদিনে এর বিরুদ্ধে জনমত একত্রিত করে পথে নামার অঙ্গীকারবদ্ধ হয়েছে ভারতের কমিউনিস্ট পার্টি (চেতলা শাখা)।
২১শে ফেব্রুয়ারি তাঁর জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি, তৃণমূল পুরবোর্ডের এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সোচ্চার হতে সিপিআই (চেতলা শাখা)-র পক্ষ থেকে এলাকার সমস্ত বামপন্থী ও সাধারণ মানুষকে আহ্বান জানানো হচ্ছে ।
0 Comments