ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

নবরূপে প্রকাশিত গাঙচিলের "পরিচয়"

 প্রকাশিত হলো পরিচয়ের প্রবন্ধ ও গল্প সংকলন

বিশ্বরূপ দে  : ৯০ বছরে পদার্পন করলো ঐতিহ্যবাহী বাংলা সাহিত্য ও সংস্কৃতির পত্রিকা "পরিচয়" । ইতিমধ্যেই "গাঙচিল" প্রকাশনার সহযোগিতায় প্রকাশিত হয়েছে পরিচয়ের প্রবন্ধ সংকলন ও গল্প সংকলন ।

  শনিবার (১২ই ফেব্রুয়ারি) "গাঙচিল" প্রকাশনার পরিচয় পত্রিকার ওই দুটি গ্রন্থের প্রথম খন্ড "ভবানী সেন গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্র"-এর অধ্যাপক মাননীয় শোভনলাল দত্তগুপ্তর হাতে তুলে দিলেন পরিচয় পত্রিকার সম্পাদকমন্ডলীর পক্ষে অমিতাভ চক্রবর্তী ।

  এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) -এর রাজ্য সম্পাদক কমরেড স্বপন ব্যানার্জি, অধ্যাপক শুভোদয় দাসগুপ্ত, অধ্যাপক অরিন্দম দত্ত, সিপিআই-এর দপ্তর সম্পাদক কমরেড সঞ্জয় দাস এবং দপ্তর কর্মী কমরেড বিপ্লব শীল প্রমুখ ।

Post a Comment

0 Comments