তৃণমূলের ফ্যাসিবাদী কার্যকলাপের বিরুদ্ধে রাজ্যজুড়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিল আইএসএফ
বিশ্বরূপ দে : পৌরসভা নির্বাচনে পুলিশ ও শাসকদলের যৌথ সন্ত্রাসের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানালো আইএসএফ (ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট)। নির্বাচন প্রক্রিয়াকে বানচাল করে প্রকৃতপক্ষে দেশের সংবিধানকেই অমান্য করে গণতন্ত্রকে ধ্বংস করছে রাজ্যের শাসকদল । এই মর্মে ২৭শে ফেব্রুয়ারি, রবিবার এক প্রেস বিবৃতি জারি করলেন আইএসএফ-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির কার্যকরী সভাপতি সামসুর আলি মল্লিক ।
উক্ত বিবৃতিতে তিনি বলেন, "তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে স্থানীয় স্বায়ত্তশাসন সংস্থাগুলিকে ধ্বংস করে বিরোধীমুক্ত পশ্চিমবঙ্গ করার অপচেষ্টা করছে । রাজ্যজুড়ে বিভিন্ন পৌরসভাগুলির নির্বাচনে এই লক্ষণ স্পষ্টই ফুটে উঠেছে । বুথ দখল করে ছাপ্পা ভোট, বিরোধীদলের প্রার্থীদের আক্রমণ, পোলিং এজেন্টকে বের করে দেওয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যমের কর্মীরাও আক্রান্ত হয়েছেন শাসকদল আশ্রিত গুন্ডাবাহিনীর হাতে"।
পুলিশের উপস্থিতিতেই শাসকদলের এই সন্ত্রাসের চরম বিরোধিতা করে তিনি বলেন, "উলুবেড়িয়া ১নং ওয়ার্ডে আইএসএফ প্রার্থী ও পোলিং এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয়েছে । পুলিশের প্ৰত্যক্ষ মদতে এখানে নির্বিচারে ছাপ্পা ভোট দিয়েছে শাসকদলের লোক । মধ্যমগ্রাম ও বাদুড়িয়াতেও দলের নির্বাচনী এজেন্টরা আক্রান্ত হন । নির্বাচনী প্রক্রিয়াকে বানচাল করে দেশের সাংবিধানিক গণতন্ত্রের মূলেই আঘাত করছে এই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস"।
তৃণমূলের কার্যকলাপ ফ্যাসিবাদের পথকেই প্রশস্ত করছে বলে মন্তব্য করেন সামসুর আলি মল্লিক । যেভাবে "তথাকথিত" ভোটের নামে প্রহসন চলছে, তা আগামীদিনে পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে আরো যেসব নির্বাচন হবে, সেখানেও এর পুনরাবৃত্তি ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি ।
ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর পক্ষ থেকে রাজ্যের শাসকদল তৃণমূলের এই ফ্যাসিবাদী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে রাজ্যজুড়ে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান জানিয়েছেন দলের রাজ্য কমিটির কার্যকরী সভাপতি সামসুর আলি মল্লিক ।
0 Comments