ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

ধর্মঘটের সমর্থনে ও গণহত্যার প্রতিবাদে কলকাতায় গ্রেফতার AICCTU নেতৃত্ব

 রামপুরহাট গণহত্যার প্রতিবাদে কলকাতায় গ্রেফতার বহু



বিশ্বরূপ দে :  অতি সম্প্রতি বীরভূমের রামপুরহাট গণহত্যা সহ হাওড়ার প্রতিবাদী ছাত্রনেতা আনিস খান খুনের বিচার বিভাগীয় তদন্তের দাবিতে ও ২৮-২৯শে মার্চ সমস্ত ট্রেড ইউনিয়নগুলির ডাকা সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে রাজ্যজুড়ে বামেদের আন্দোলন ও আইন অমান্য কর্মসূচিতে বৃহস্পতিবার উত্তাল হলো কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলা । 

  এদিন আনিস খান হত্যাকান্ড ও রামপুরহাট গণহত্যার প্রতিবাদে হাওড়া জেলার পুলিশ সুপার কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করে DYFI-এর কর্মীরা । CPI কলকাতা জেলা পরিষদের উদ্যোগেও প্রতিবাদী মিছিল সংঘটিত হয় । ওই মিছিলে উপস্থিত ছিলেন দলের কলকাতা জেলা সম্পাদক কমরেড প্রবীর দেব সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ । এই একই ইস্যুর সাথে পেট্রোপণ্য দ্রব্যের মূল্যবৃদ্ধি ও কেন্দ্রের একের পর এক জনবিরোধী নীতির বিরুদ্ধে AITUC এবং অন্যান্য গণ-সংঠনগুলির যৌথ উদ্যোগে বাঁকুড়া পুরসভার গেট থেকে এক প্রতিবাদী মিছিল সংঘটিত হয় । 

  অন্যদিকে এসমস্ত ইস্যুতে কলকাতায় প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন পুলিশি বাধার সম্মুখীন হতে হয় আন্দোলনকারিদের । ঘটনায় গ্রেফতার করা হয় গণ-আন্দোলনের বহু কর্মীকে । 

  ২৮-২৯শে মার্চ ধর্মঘটের সমর্থনে এবং আনিস খান সহ রামপুরহাটের গণহত্যার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে এদিন ধর্মতলার রানী রাসমণি রোডে এক প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় AICCTU সহ একাধিক গণ-সংগঠন । উক্ত কর্মসূচি থেকে আইন অমান্যের আহ্বান জানান সংগঠন নেতৃত্ব । আন্দোলনকারিদের রুখতে প্রশাসনের পক্ষ থেকে প্রচুর পুলিশবাহিনী মোতায়েন করা হয় । ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার সময় আন্দোলনকারিদের সাথে পুলিশের খন্ডযুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে সমগ্র এলাকা । ঘটনাস্থলে গ্রেফতার হয়েছেন AICCTU নেতা কমরেড বাসুদেব বসু, দিবাকর ভট্টাচার্য, প্রবীর দাস, মমতা ঘোষ সহ একাধিক কর্মী ও নেতৃবৃন্দ । 

  রাজ্যজুড়ে পুলিশ ও শাসকের গুন্ডাবাহিনী নামিয়ে যেভাবে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, তার বিরুদ্ধে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদে সোচ্চার একমাত্র বামেরাই । আর শাসকের বিরুদ্ধে বামেদের এই গণ-আন্দোলনকে কখনোই ব্যারিকেড আর বন্দুক দিয়ে স্তব্ধ করা সম্ভব নয় । আনিস খান সহ রামপুরহাটের নৃশংস গণহত্যার বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত রাজ্যজুড়ে বামপন্থীদের আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গ্রেফতার হওয়া আন্দোলনকারিরা । পাশাপাশি কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে ২৮-২৯শে মার্চের সর্বভারতীয় ধর্মঘট সফল করতে ট্রেড ইউনিয়নগুলির পক্ষ থেকে সকল মানুষকে আবেদন জানানো হয় ।

Post a Comment

0 Comments