স্কুলের পোশাক ও ব্যাগে বিশ্ব বাংলার লোগো নিয়ে জনস্বার্থ মামলা
বিশ্বরূপ দে : সম্প্রতি রাজ্য সরকারের জারি করা "স্কুলের নীল-সাদা পোশাক ও বিশ্ব বাংলার লোগো" নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলো সিপিআই-এর ছাত্র সংগঠন এআইএসএফ ।
শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব পোশাক ও শিক্ষার্থীদের ব্যাগে এবার থেকে বিশ্ব বাংলা লোগো ব্যবহারের নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার । এবিষয়ে ইতিমধ্যে টেন্ডারও ডাকা হয়েছে বলে সূত্রের খবর । এর বিরোধিতায় পথে নেমেছে এআইএসএফ ও শিক্ষক সংগঠন । এআইএসএফ-এর পক্ষ থেকে রাজ্যের এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে । সংগঠনের বক্তব্য, রাজ্য তার বিভিন্ন হস্ত ও বস্ত্রশিল্পের প্রচারে বিশ্ব বাংলার লোগো ব্যবহার করতেই পারে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব পোশাক বা শিক্ষার্থীদের স্কুল ব্যাগে কেন বিশ্ব বাংলার লোগো ব্যবহৃত হবে ? সেখানে ওই স্কুলের নিজস্ব ব্যাজই প্রধান ।
এবিষয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুভাষ সরকার বলেছেন যে সমগ্র শিক্ষার অন্তর্গত প্রত্যেক সরকারি বা সরকারের সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষার্থীদের ফ্রি ইউনিফর্ম দেওয়া কেন্দ্রের "সমগ্র শিক্ষা প্রকল্প"-এর আওতাধীন । সেই প্রকল্প বাস্তবায়িত করতে কেন্দ্রের অর্থ নিয়ে রাজ্য সরকার যা খুশি তাই করবে, এটা কখনোই মেনে নেওয়া যায় না । এরকম হলে রাজ্য তার নিজের স্বার্থে যেথা সেথা তার লোগো ব্যবহার করবে । এটা চলতে দেওয়া যায় না । বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলে জানিয়েছেন তিনি ।
রাজ্যের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক সংগঠনের নেতা চন্দন মাইতি । তিনি বলেন, "সরকারি এই সিদ্ধান্তে স্কুলের ঐতিহ্য নষ্ট হবে । এটা আবেগে আঘাত হানার বিষয় হবে । স্বাধীনতার আগে বা পরেও কোন সরকার এরকম নির্দেশিকা জারি করার সাহস দেখায়নি । অষ্টম শ্রেণী পর্যন্ত এই নিয়ম বলবৎ করা হলে তার উর্দ্ধের বাকি ক্লাসের শিক্ষার্থীরা কি পরবে ? সেক্ষেত্রে কি একই স্কুলে দুরকম পোশাক চালু হবে !
0 Comments