আনিস হত্যাকাণ্ডে ধৃত বামপন্থী কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানালো AIYF ও পশ্চিমবঙ্গ মহিলা সমিতি
বিশ্বরূপ দে : আনিস খান হত্যাকাণ্ডে রাজ্যজুড়ে প্রতিবাদ অব্যহত । সিপিআই, সিপিআইএম, সিপিআই (এমএল) লিবারেশন এবং তাদের ছাত্রযুব ও মহিলা সংগঠনগুলির পাশাপাশি জোরদার আন্দোলন সংঘটিত করে চলেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট(ISF)। ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি তুলে দোষী পুলিশ কর্মীদের কঠোর শাস্তি ও পুলিশমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে সমস্ত বাম রাজনৈতিক সংগঠন ও গণতান্ত্রিক মহল । ন্যায় বিচার না হওয়া পর্যন্ত আন্দোলনের মাধ্যমে রাজ্য অবরুদ্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাম রাজনৈতিক দলগুলি এবং ISF বিধায়ক নওসাদ সিদ্দিকী । এমনকি সূত্রের খবর অনুযায়ী পথে নামতে চলেছেন খোদ আব্বাস সিদ্দিকী ।
বৃহস্পতিবার আনিস খান হত্যার প্রতিবাদে দক্ষিণ কলকাতার চেতলায় এক কর্মসূচি গ্রহণ করে সিপিআইয়ের যুব সংগঠন AIYF এবং পশ্চিমবঙ্গ মহিলা সমিতি । এদিন মনি সান্যাল সরণী (চেতলা সেন্ট্রাল রোড)-তে আনিসের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ ও মোমবাতি জ্বালিয়ে শহীদ আনিস খানের প্রতি শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি, হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি ও পুলিশমন্ত্রীর পদত্যাগ দাবি করেন সংগঠনের নেতাকর্মীরা । উক্ত প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন AIYF-এর কলকাতা জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড গোপাল চক্রবর্তী, চেতলা শাখার সম্পাদক কমরেড সুজয় সাহা, সহ সম্পাদক কমরেড রতন সরকার, শিশির দত্ত প্রমুখ । পশ্চিমবঙ্গ মহিলা সমিতির তরফে উপস্থিত ছিলেন কমরেড পারমিতা দাশগুপ্ত এবং মৌসুমী দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
এদিনের কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে এই মর্মে শপথ গ্রহণ করা হয় যে আনিস খান হত্যার ন্যায় বিচার না হওয়া পর্যন্ত রাজ্যজুড়ে জারি থাকবে বামপন্থী ছাত্রযুবদের গণ-আন্দোলন । এমনকি প্রয়োজনে আবারও ছাত্রযুবরা রক্তক্ষয়ী সংগ্রামের পথে হেঁটে শাসকের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেবে বলে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চেতলা শাখার সম্পাদক তথা সিপিআইয়ের যুবনেতা কমরেড সুজয় সাহা ও রতন সরকার । এর পাশাপাশি, আনিস খান হত্যার প্রতিবাদে আন্দোলনরত DYFI-এর রাজ্য সম্পাদিকা কমরেড মীনাক্ষী মুখার্জি সহ ধৃত ১৬ জন যুবকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানায় AIYF ও পশ্চিমবঙ্গ মহিলা সমিতির নেতৃবৃন্দ ।
এদিন সকালে আনিস খানের বাড়ি গিয়ে তাঁর বাবা সালেম খান ও পরিবারের অন্যান্যদের সাথে দেখা করে সমবেদনা জানানোর পাশাপাশি, আনিস হত্যার বিরুদ্ধে দোষীদের যথাযথ শাস্তির দাবি করেন DYFI নেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জির বাবা-মা ও SFI-DYFI নেতৃবৃন্দ
0 Comments