ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

মর্যাদার সাথে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস

 ঢাকুরিয়া আঞ্চলিক পরিষদ ও AIPWA-র উদ্যোগে রাজ্যজুড়ে মহিলাদের মিছিল ও সভা



বিশ্বরূপ দে : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ই মার্চ পশ্চিমবঙ্গ মহিলা সমিতির ঢাকুরিয়া আঞ্চলিক পরিষদের উদ্যোগে নারীমুক্তি, নারী অধিকার সহ রাজ্য ও কেন্দ্রের জনবিরোধী নীতি এবং বিভিন্ন ক্ষেত্রে নারীদের প্রতি হামলা ও অবমাননার বিরুদ্ধে প্রত্যেক গণতান্ত্রিক নারীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদে সোচ্চার হওয়ার আবেদন জানিয়ে এক প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয় । অনুষ্ঠানের নেতৃত্ব দেন ৯২ নং ওয়ার্ডের পৌর প্রতিনিধি তথা পশ্চিমবঙ্গ মহিলা সমিতির নেত্রী কমরেড মধুছন্দা দেব । 

  এর পাশাপাশি, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর-দক্ষিণ ২৪ পরগণা ও নদীয়া সহ রাজ্যের বিভিন্ন জেলায় মর্যাদার সাথে আন্তর্জাতিক নারী দিবস পালন করে AIPWA (সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি)। নারীদের আত্মসম্মান, স্বাধীনতা, অর্থনৈতিক, রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে এবং দেশ তথা সমগ্র বিশ্বব্যাপী হিংসা-বিদ্বেষের বিরুদ্ধে আওয়াজ তোলেন মহিলারা । এদিন মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত এক বিশাল প্রতিবাদী মিছিল সংঘটিত করে AIPWA, AIRWO, শ্রমজীবী নারী মঞ্চ, দুর্বার মহিলা সমিতি, ক্ষেতমজুর সমিতি সহ অন্যান্য মহিলা গণ-সংগঠন । 

  মূল্যবৃদ্ধি থেকে শুরু করে, কেন্দ্রের শ্রম কোড বাতিল, শিক্ষা-স্বাস্থে বেসরকারিকরণ, সাম্প্রদায়িক বিভেদ, সংখ্যালঘুদের ওপর অত্যাচার, এমনকি সম্প্রতি ইউক্রেনে রুশ হানার বিরুদ্ধে ও ন্যাটোর সম্প্রসারণবাদী অপচেষ্টার বিরুদ্ধে বিভিন্ন মহিলা সংগঠনের দীপ্ত স্লোগানে মুখরিত হয়ে ওঠে কলকাতার রাজপথ । একই সাথে দেউচা পাচামি কয়লা খনি প্রকল্পের বিরুদ্ধে, আনিস খান হত্যার ন্যায় বিচারের দাবিতে এবং পুলিশি সন্ত্রাস নামিয়ে প্রতিবাদী কন্ঠস্বর স্তব্ধ করতে উদ্ধত হওয়া শাসকের বিরুদ্ধেও স্লোগান তোলেন মিছিলে অংশগ্রহণকারি গণতান্ত্রিক মহিলারা । 

  মিছিল শেষে ধর্মতলায় এক জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানে বক্তব্যের মাধ্যমে সামগ্রিক ভাবে নারী দিবসের তাৎপর্য ব্যক্ত করেন AIPWA-র পক্ষে কমরেড ইন্দ্রানী দত্ত, শ্রমজীবী নারী মঞ্চের মুনমুন, AIRWO নেত্রী শিখা সেনরায়, ক্যুইয়ার ও ট্রান্স ফাউন্ডেশন থেকে উদ্দীপ্ত রায় প্রমুখ ।

Post a Comment

0 Comments