ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

মহিলা কমিশনের দ্বারস্থ হলেন বামপন্থী মহিলারা

 রাজ্যজুড়ে মহিলাদের হেনস্থা করার প্রতিবাদে মহিলা কমিশনে বামপন্থী মহিলা সংগঠনের অভিযোগ 



বিশ্বরূপ দে   :  রাজ্যজুড়ে মহিলাদের ওপর হামলার প্রতিবাদে রাজ্যের মহিলা কমিশনের কাছে লিখিত অভিযোগ পত্র জমা দিলেন বিভিন্ন রাজনৈতিক দলের বামপন্থী মহিলা গণ-সংগঠন । 

  শুক্রবার ৪টি বামপন্থী মহিলা সংগঠনের পক্ষ থেকে সম্প্রতি পৌর নির্বাচনে শাসকদল আশ্রিত সমাজবিরোধীদের দ্বারা ভোটলুঠ রুখতে গিয়ে আক্রান্ত মহিলা প্রার্থীদের তালিকা সহ, আক্রান্ত প্রার্থীদের নিয়ে মহিলা কমিশনে অভিযোগ জানানো হয় । এছাড়া পূর্ব বর্ধমানের ২৭নং ওয়ার্ডের বাসিন্দা ও বর্ধমান রাজ কলেজের প্রথম বর্ষের ছাত্রী তুহিনা খাতুনের পরিবারের ওপর লাগাতার ভয়-সন্ত্রাসের আবহে আত্মহত্যা করতে বাধ্য করা হয় ১৯ বছরের ছাত্রী তুহিনাকে । যা আপাতদৃষ্টিতে একপ্রকার খুন । এর পাশাপাশি, আনিস খান হত্যার প্রতিবাদে আন্দোলনরত বাম ছাত্রযুব কর্মীদের গ্রেপ্তার, পুলিশ লকআপে অত্যাচার, এবং যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জীকে গ্রেপ্তারের সময় পুরুষ-পুলিশ কর্মীদের দ্বারা হেনস্থা ও অত্যাচারের বিরুদ্ধে যথাযথ তদন্ত, দোষী পুলিশকর্মীদের আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মহিলা কমিশনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে সমস্ত বিষয়ে যথাযথ হস্তক্ষেপের উপর গুরুত্ব আরোপ করা হয় ।

Post a Comment

0 Comments