ধর্মঘটের সমর্থনে রাজ্যজুড়ে শুরু হয়েছে প্রচারাভিযান
বিশ্বরূপ দে : কেন্দ্রের একের পর এক জনবিরোধী নীতির বিরুদ্ধে চলতি মাসের ২৮ ও ২৯ তারিখ সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ ।
কেন্দ্রের শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিলের দাবিতে এবং রেকর্ডভাঙা বেকারত্ব, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বেসরকারিকরণ, দেশীয় সম্পদ বিক্রয় এবং সংবিধান ও গণতান্ত্রিক অধিকার হরণে রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে, সংগঠনগুলির পক্ষ থেকে দেশের প্রত্যেক সাধারন মানুষ ও গণতান্ত্রিক ছাত্রযুবদের এই ধর্মঘট সফল করার আহ্বান জানানো হয়েছে । ধর্মঘটের সমর্থনে রাজ্যজুড়ে চলছে দেওয়াল লিখন, মিছিল ও পথসভা ।
প্রসঙ্গত উল্লেখ, ১২ই মার্চ শনিবার রাসবিহারি মোড় সংলগ্ন তপন থিয়েটারে সিপিআই (এমএল) লিবারেশনের ১৪ তম কলকাতা জেলা সম্মেলন সংগঠিত হয় । সম্মেলনে অংশগ্রহণ করেন ৯৬ জন প্রতিনিধি ও পর্যবেক্ষক, খসড়া প্রতিবেদনের উপর বক্তব্য রাখেন ৩০ জন প্রতিনিধি । রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে প্রাণবন্ত আলাপ আলোচনার শেষে নতুন জেলা কমিটি নির্বাচিত হয় । সম্পাদক হিসেবে পুনঃ নির্বাচিত হন কমরেড অতনু চক্রবর্তী । সম্মেলন থেকে ২৮ ও ২৯শে মার্চ সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে প্রত্যেক দলীয় কর্মীকে পথে নেমে, সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজ্যজুড়ে গণ-আন্দোলন ও প্রতিবাদ-প্রতিরোধ সংগঠিত করার কথা বলেন পার্টি নেতৃত্ব ।
এর পাশাপাশি, আনিস হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত, কামালগাজি মোড়ে বিক্ষোভ চলাকালীন AISA ও AIPWA কর্মীদের উপর নরেন্দ্রপুর থানার পুলিশি সন্ত্রাসের মদদদাতা ওই থানার অফিসারদের অপসারণের দাবিতে, জীবন জীবিকা ও পরিবেশ ধ্বংসকারী দেওচা পাচামি কয়লাখনি প্রকল্প বাতিলের দাবিতে এবং ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তাবনা গৃহীত হয় সম্মেলন থেকে ।
রবিবার ১৩ই মার্চ বাড়ুইপুরে সংগঠিত দলের দক্ষিণ ২৪ পরগণা জেলা সম্মেলন থেকেও এই একই ডাক দেওয়া হয় । উক্ত সম্মেলনের মাধ্যমে ১৭ জন নিয়ে গঠিত হয় সিপিআই (এমএল) লিবারেশনের দক্ষিণ ২৪ পরগণার নতুন জেলা কমিটি । সম্পাদকের দায়িত্বে পুনঃ নির্বাচিত হন কমরেড কিশোর সরকার ।
0 Comments