ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

পুলিশ ও শাসকদলের সন্ত্রাসের বিরুদ্ধে কলকাতায় মহিলাদের প্রতিবাদী মিছিল

 রক্তের গ্রীষ্মকালীন সঙ্কট দূর করতে AIYF-এর রক্তদান শিবির



বিশ্বরূপ দে  :    আনিস খান হত্যাকান্ড সহ রামপুরহাট গণহত্যার প্রতিবাদে এবং ২৮-২৯শে মার্চ সর্বভারতীয় সাধারণ ধর্মঘটের সমর্থনে রাজ্যজুড়ে বামেদের আন্দোলন অব্যহত । তারই মাঝে রক্তের গ্রীষ্মকালীন সঙ্কট দূর করতে ২৬শে মার্চ শনিবার কলকাতা পুরসভার ৯২নং ওয়ার্ডে (ঢাকুরিয়া) এক রক্তদান শিবিরের আয়োজন করলো CPI-এর যুব সংগঠন AIYF-এর কলকাতা জেলা পরিষদ ও ঢাকুরিয়া আঞ্চলিক পরিষদ ।



  শিবিরের উদ্বোধন করেন AIYF-এর কলকাতা জেলা সম্পাদক কমরেড ইন্দ্রজিৎ মল্লিক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯২নং ওয়ার্ডের পৌরমাতা মধুছন্দা দেব, AIYF-এর রাজ্য সম্পাদক কমরেড তাপস সিনহা এবং অন্যান্য কর্মী ও নেতৃবৃন্দ । সংগঠনের এই সামাজিক কর্মসূচিতে এলাকার ছাত্রযুব সহ অসংখ্য সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যায় । ১৫ জন মহিলা সহ মোট ৬৫ জন মানুষ এই শিবিরে রক্তদান করে নিজেদের সামাজিক দায়িত্ব পালন করেন । 

  এর পাশাপাশি আনিস খান, তুহিনা খাতুন, ঝালদা, পানিহাটি ও রামপুরহাট থেকে শুরু করে রাজ্যের সর্বত্র শাসকদলের হিংসা ও সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে এদিন কলকাতায় এক প্রতিবাদী মিছিল সংগঠিত করে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতি । রাজ্যজুড়ে পুলিশ ও শাসকদলের গুন্ডাবাহিনী দ্বারা যেভাবে গণতন্ত্রের ওপর আক্রমন নামিয়ে আনা হচ্ছে, তার বিরুদ্ধে রাজ্যের প্রতিটা ছাত্রযুব সহ, প্রত্যেক সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি, কেন্দ্রের একের পর এক জনবিরোধী নীতির বিরুদ্ধে দুদিনের সাধারণ ধর্মঘটকে সফল করার আবেদন জানান মিছিলে অংশগ্রহনকারি মহিলা নেতৃত্ব । 

  অন্যদিকে, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের আহ্বানে ২৮-২৯শে মার্চ দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে এবং পরিবেশ ও জীবন-জীবিকা ধ্বংসকারী দেওচা-পাচামি কয়লাখনি বাতিলের দাবিতে সিপিআই (এমএল) লিবারেশনের বজবজ বিধানসভা অন্তর্ভুক্ত পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে এদিন বজবজের নিউ সেন্ট্রাল জুটমিল গেট থেকে সুভাষ উদ‍্যান মোড় পর্যন্ত মিছিল সংঘটিত হয় । উক্ত মিছিলের নেতৃত্ব দেন দলের জেলা কমিটির সম্পাদক কমরেড কিশোর সরকার । উপস্থিত ছিলেন AICCTU-র জেলা নেতা কমরেড লক্ষীকান্ত অধিকারী, এরিয়া কমিটির সম্পাদিকা কমরেড কাজল দত্ত, AIARLA-র পক্ষে কমরেড দেবযানী গোস্বামী, RYA-এর রাজ‍্য কমিটি সদস‍্য কমরেড সাবির (রাজা), AISA-এর দঃ ২৪ পরগণা জেলা সম্পাদিকা কমরেড আনিন্দিতা মালিক, নিশ্চিন্তপুর ২ নং লোকাল কমিটির সম্পাদক কমরেড ইন্দ্রজিৎ দত্ত, বজবজ-পূজালী লোকাল কমিটির সম্পাদক কমরেড অঞ্জন ঘোষ, কমরেড শ‍্যাম গোস্বামী, যুব নেতা কমরেড আশুতোশ মালিক, পার্টির জেলা নেত্রী কমরেড অঞ্জনা মাল সহ অন্যান্য কর্মী ও নেতৃবৃন্দ । মিছিলের শেষে বক্তব‍্য রাখেন জেলা সম্পাদক কমরেড কিশোর সরকার ।

Post a Comment

0 Comments