ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

চিকিৎসায় গাফিলতি, শিশু মৃত্যুতে নার্সিংহোমে ভাঙচুর

 নিজস্ব প্রতিবেদক, রামপুরহাট, ২৯ মার্চ ঃ পায়ে অস্ত্রপচার করতে গিয়ে মৃত্যু হল সাড়ে চার মাসের এক শিশু পুত্রের। এই ঘটনায় উত্তেজনা ছড়াই তৃণমূল বিধায়কের নার্সিং হোমে। শিশুর আত্মীয়দের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ ওঠে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাটি ঘটেছে, বীরভূমের রামপুরহাটে তৃণমূল হাঁসন কেন্দ্রের বিধায়ক অশোক চট্টোপাধ্যায়ের নার্সিং হোমে। সোমবার রাতে ওই নার্সিং হোমে পায়ের অস্ত্রোপচার হয় সাড়ে চারমাসের শিশু মাহিব শেখের। তার বাড়ি নলহাটি থানার লোহাপুরে। অস্ত্রোপচারের পর থেকেই শিশুটি চিকিৎসায় সাড়া দিচ্ছিল না। শিশুর বাবা মুস্তাফিজুর রহমান বলেন, “ছেলের একটি পা বাঁকা ছিল। চিকিৎসক প্রথমে বলেন মেডিক্যাল জুতো দিয়ে পা ঠিক করা হবে। পরে আবার মোটা টাকা দিয়ে অস্ত্রোপচার করার পরামর্শ দেন। সেই মতো আমরা সোমবার ছেলেকে ভর্তি করেছিলাম। রাত ১১ টা নাগাদ ছেলের অস্ত্রোপচার করেন শমীক সিনহা। অস্ত্রোপচারের পর থেকে ছেলের আর জ্ঞান ফেরেনি। সারা রাত চিকিৎসক, নার্সদের বার বার ডেকেও কোন সাহায্য পায়নি। এরপর মঙ্গলবার সকাল দশটা নাগাদ ছেলেকে ফের অস্ত্রোপচার ঘরে নিয়ে যায়। তারপরেই ছেলেকে মৃত বলে ঘোষণা করে নার্সিং হোম কর্তৃপক্ষ। আমরা বলতে গেলে নার্সিং হোমের মালিক তৃণমূল বিধায়ক অশোক চট্টোপাধ্যায় পুলিশ দিয়ে আমাদের ঘিরে রাখে। আমাদের হুমকি দেয়। ছিকিতসায় গাফিলতির কারনেই মৃত্যু হয়েছে ছেলের। আমরা ছেলের মৃত্যুর বিচার চাই”। দুপুরের দিকে পুলিশি প্রহরায় মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হলে ফের উত্তেজনা ছড়াই নার্সিংহোমে। ভাঙচুর করা হয় কাঁচ, কম্পিউটার। পুলিশ বিষয়টি নিয়ন্ত্রণে আনে। তবে এনিয়ে নার্সিংহোমের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি”।

Post a Comment

0 Comments