এই ঘটনায় রাজ্যের পুলিশি বর্বরতার বিরুদ্ধে প্রেস বিবৃতি দিলেন বিধায়ক নওসাদ সিদ্দিকী
বিশ্বরূপ দে : দীর্ঘ আট বছর ধরে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের তরফে কোন শিক্ষক নিয়োগ হয়নি । ফলে পর্যাপ্ত শিক্ষকের অভাবে ধুঁকছে রাজ্যের বহু স্কুল । পাশাপাশি, বাড়ছে "ড্রপআউট" বা স্কুলছুটের ঘটনা । শিক্ষাক্ষেত্রে রাজ্যের এই চরম গাফিলতি ও দুর্নীতির বিরুদ্ধে ছাত্র ও শিক্ষকদের অধিকার ছিনিয়ে নিতে ৩রা মার্চ বৃহস্পতিবার নবান্ন অভিযানের ডাক দেয় SSC চাকুরি প্রার্থীরা । কলেজ স্ট্রিট থেকে নবান্ন অভিমুখে যাওয়ার অনেক আগেই চাকুরিপ্রার্থীদের মিছিলে বাধা দিয়ে লাঠিচার্জ করে পুলিশ । বেশ কয়েকজনকে গ্রেফতার করে লালবাজার নিয়ে যাওয়া হয় । এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমস্ত বামপন্থী ছাত্রযুব সংগঠনের পাশাপাশি,এদিনই এক প্রেস বিবৃতি জারি করেন ISF-এর চেয়ারম্যান তথা ভাঙরের বিধায়ক নওসাদ সিদ্দিকী ।
উক্ত বিবৃতিতে নওসাদ সিদ্দিকী বলেন, "২০১১তে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ভুলতে বসেছে বাংলার শিক্ষিত ছাত্রযুবরা । গত ছ'বছর এবিষয়ে কোন পরীক্ষা হয়নি রাজ্যে । যেটা একবার হয়েছিল তাও সেটা দূর্নীতির অভিযোগে পরিপূর্ণ । রাজ্যের এই কর্মকান্ডে প্রায় ৬,৫০,০০০-এর ওপর শিক্ষিত যুবক-যুবতী আজ কার্যত বেকার । চাকুরি সংক্রান্ত বিভিন্ন পরীক্ষায় পাশ করা ছাত্রছাত্রীদের বেকার করে মেরুদন্ড ভেঙে দিচ্ছে রাজ্যসরকার । আর তার প্রতিবাদ করলেই পুলিশি হামলার শিকার হতে হচ্ছে চাকুরিপ্রার্থীদের ।
বৃহস্পতিবার কলকাতায় দ্রুত নতুন শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষার নোটিফিকেশন জারি-সহ, সমস্ত শূন্যপদে নিয়োগের দাবিতে নবান্ন অভিযানের ডাক দেয় SSC চাকুরিপ্রার্থীরা । তাদের দাবি, অবিলম্বে শূন্যপদে নিয়োগ করতে হবে এবং ওই সংক্রান্ত ফর্ম বিলি করতে হবে । কিন্তু কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হয়ে নবান্ন অভিমুখে যাওয়ার আগেই পুলিশ পথ আটকায় চাকুরিপ্রার্থীদের । চলে পুলিশি জোরজবরদস্তি । ঘটনাস্থলে আটক করা হয় অনেককে । ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) পুলিশের এই বর্বরোচিত আচরণের তীব্র নিন্দা করছে । পাশাপাশি, ধিক্কার জানাচ্ছে রাজ্য সরকারের এই জনবিরোধী নীতির । আদালতে লড়াই চলছে । কিন্তু রাস্তার লড়াইও জারি থাকবে"।
পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবদের ভবিষ্যত নিয়ে রাজ্য সরকারের এই জঘন্য "খেলা"র অপচেষ্টাকে রুখতে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের পথে যেতে হবে বলে বিবৃতিতে মন্তব্য করেন ISF-এর রাজ্য কমিটির চেয়ারম্যান এবং ভাঙরের বিধায়ক নওসাদ সিদ্দিকী ।
0 Comments