ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

মনজুর ইসলাম খুনের ঘটনায় সরব নওসাদ সিদ্দিকী

 মৃত মনজুরের পরিবারকে সমস্ত রকম সহায়তা প্রদানের আশ্বাস দিলেন নওসাদ 



বিশ্বরূপ দে  :    এলাকায় দুর্বৃত্ত ও সমাজবিরোধী কার্যকলাপের বিরোধিতা করে প্রায় দেড় মাস আগে খুন হতে হয় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর অন্তর্ভুক্ত দুমুঠো গ্রামের মনজুর ইসলামকে । ঘটনার দীর্ঘদিন পরও মূল অভিযুক্তদের আজও গ্রেফতার করতে পারেনি পুলিশ । ৪ঠা মার্চ, শুক্রবার মৃতের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সকলের সাথে দেখা করে পুলিশি তদন্তের অগ্রগতি ও সমস্ত রকম আইনি সহায়তা প্রদানের পাশাপাশি, গোটা পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ISF-র রাজ্য কমিটির চেয়ারম্যান তথা ভাঙরের বিধায়ক নওসাদ সিদ্দিকী । 

  প্রসঙ্গত উল্লেখ, প্রায় চল্লিশ দিন আগে রাত্রিবেলা বাইকে চড়ে সস্ত্রীক বাড়ি ফিরছিলেন দুমুঠো গ্রামের বাসিন্দা মনজুর ইসলাম । পথের মাঝে বেশ কয়েকজন স্বশস্ত্র দুষ্কৃতী তাদের রাস্তা আটকে প্রাণে মেরে দেওয়ার ভয় দেখিয়ে জোর করে একটি বাড়ির ভেতর নিয়ে যায় । সেখানে মনজুর ইসলামের ওপর চলে নৃশংস অত্যাচার । স্ত্রীয়ের সামনেই কুড়ুল দিয়ে তার সারা শরীরে ক্রমাগত আঘাত করতে থাকে দুষ্কৃতীরা এবং শেষমেষ ধারালো অস্ত্র দিয়ে বুকে ছিদ্র করে খুন করা হয় মনজুর ইসলামকে । ঘটনার খবর প্রকাশ্যে আসার পরেই এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়ে এবং চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় । কিন্তু আইনের ওপর আস্থা রেখে এলাকাবাসীকে শান্ত থাকার আবেদন করেন মৃতের বাবা ফৈজুর আলি মিঞা । তাঁর কথায় হিংসার পথ থেকে সরে দাড়ায় এলাকাবাসী । মনজুরের এই নির্মম হত্যাকাণ্ডের পর উত্তেজিত জনতাকে হিংসার পরিবর্তে শান্তির পথে থেকে রাজ্যের আইনি ব্যবস্থার ওপর আস্থা রাখার আবেদন জানিয়ে দৃষ্টান্ত স্থাপন করে মানবতার এক অনবদ্য নজির সৃষ্টি করেন মনজুরের বাবা ফৈজুর আলি মিঞা এবং স্থানীয় মানুষ । কিন্তু এই হত্যাকাণ্ডের প্রায় দেড় মাস পরও মূল অভিযুক্তরা আজও অধরা । আইনের এই শ্লথগতির তীব্র বিরোধিতা ও সমালোচনা করেন বিধায়ক নওসাদ সিদ্দিকী । এবিষয়ে এক প্রেস বিবৃতি জারি করে ঘটনার বিস্তারিত বিবরণ প্রকাশ্যে আনেন ISF-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি । 

  উক্ত বিবৃতির মাধ্যমে তিনি বলেন, "দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার অন্তর্গত দুমুঠো গ্রামের মনজুর ইসলামকে নৃশংসভাবে অত্যাচার করে মেরে ফেলা হয়েছে । মাসখানেকের বেশি হয়ে গেছে, মূল অভিযুক্তরা এখনও অধরা । এই নিয়ে মূলধারার গণমাধ্যামে বা সোশ্যাল মিডিয়াতে কোন হইচই নেই । ৪ঠা মার্চ মৃত মনজুর ইসলামের বাড়িতে যান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান ও বিধায়ক মোহাম্মদ নওসাদ সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল । প্রায় চল্লিশ দিন আগে মনজুর ইসলাম রাতে বাইকে চেপে সস্ত্রীক বাড়ি ফিরছিলেন । পথের মধ্যে  কয়েকজন দুষ্কৃতি রাস্তা আটকে তাদের জোর করে একটি বাড়ির মধ্যে নিয়ে যায় । সেখানে মনজুর ইসলামের ওপর চলে নির্মম অত্যাচার । কুড়ুল দিয়ে তাঁর হাত, পা ভেঙে দেওয়া হয়, বুকে ছিদ্র করে তাকে মেরে ফেলে । এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় । কিন্তু মৃতের বাবা ফইজুর আলি মিঞার হস্তক্ষেপে উত্তেজনা প্রশমিত হয় । তিনি ক্রোধান্মিত জনতাকে আইনের উপর আস্থা রাখতে অনুরোধ করেন । তাঁর এই দৃষ্টান্তমূলক কাজের জন্য বিধায়ক নওসাদ সিদ্দিকী তাকে ধন্যবাদ জানান । কিন্তু এই হত্যাকান্ডের পর প্রায় চল্লিশ দিন কেটে গেছে । পুলিশ কয়েকজনকে আটক করলেও মূল পাঁচজন অভিযুক্তকে ধরা হয়নি । বোঝা যাচ্ছে, পুলিশী তদন্ত শ্লথগতিতে চলছে । আজ বিধায়ক মহঃ নওসাদ সিদ্দিকী দেখা করেন ফইজুর আলি মিঞার সঙ্গে এবং পরিবারের সকলকে সমবেদনা জানান । উল্লেখ্য, মৃতের একটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান আছে । ভবিষ্যতে তাদের শিক্ষার জন্য এবং এই হত্যাকান্ডের তদন্তে অগ্রগতির জন্য সমস্তরকম আইনী সহায়তা দেওয়ার আশ্বাস দেন বিধায়ক নওসাদ সিদ্দিকী"।

Post a Comment

0 Comments