পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষারত অভিভাবকদের জন্য সুবন্দোবস্ত করলেন পৌর প্রতিনিধিরা
বিশ্বরূপ দে
সোমবার , ৭ই মার্চ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা'২২ । প্রত্যেক পরীক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের প্রত্যেক মন্ত্রী, বিধায়ক এবং পৌর প্রতিনিধিরা ।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের হিসেব অনুযায়ী ২০২২-এর মাধ্যমিক পরীক্ষার্থীর মোট সংখ্যা ১১ লক্ষ ২ হাজার ৮৬৩ । এদের মধ্যে মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ২৬ হাজার ৮০৪ ।
পরীক্ষার নির্ধারিত সময় বেলা ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত । পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রের ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ কর্তৃপক্ষ ।
নির্ধারিত সময়ের মধ্যে ছাত্রছাত্রীদের যাতায়াতে যাতে কোন অসুবিধার সম্মুখীন হতে না হয়, সেদিকে নজর রেখে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকার যাতায়াত ব্যবস্থা ঠিকঠাক রাখতে রাজ্যের তরফে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করে ট্রাফিক ব্যবস্থা সচল রাখার উদ্যোগ নেওয়া হয় । পরীক্ষাকেন্দ্রের বাইরে বা আশেপাশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত পুলিশি বন্দোবস্তের পাশাপাশি, পরীক্ষাকেন্দ্রের বাইরে ছাত্রছাত্রীদের জন্য অপেক্ষারত অভিভাবকদের বিশ্রামের জন্য সুবন্দোবস্ত করেন রাজ্যের প্রতিটি পৌরসভার নির্বাচিত জন-প্রতিনিধিরা ।
এদিন কলকাতা পুরসভার ৯৪ নং ওয়ার্ডের পৌর প্রতিনিধি মাননীয় সন্দীপ নন্দী মজুমদারের তত্বাবধানে পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষমান অভিভাবকদের বিশ্রামের সুবন্দোবস্তের পাশাপাশি তাদের জন্য পানীয় জল, চা ইত্যাদির ব্যবস্থা করা হয় ।
তবে বেশ কয়েকটি জায়গায় অটোচালক ও রিকশাওয়ালাদের আচরণে নাজেহাল হতে হয় বলে অভিযোগ করেন অভিভাবকরা । তাদের কথা অনুযায়ী, টালিগঞ্জ এলাকার বিভিন্ন ওয়ার্ডের মানুষ পরীক্ষার্থীদের নিয়ে বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্রে আসার পথে অটো বা রিকশাচালকদের জুলুমবাজির শিকার হচ্ছেন তারা । নির্ধারিত সময়ে পৌঁছে দেওয়ার সুযোগ নিয়ে ওইসব যানচালক কোথাও কোথাও ১০০০/- বা ২০০০/- টাকাও চেয়ে বসছেন । এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন বহু অভিভাবক ।
0 Comments