ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

২৩শে মার্চ রাজ্যজুড়ে "রোজগার অধিকার দিবস"-এর ডাক দিল RYA

 কাউন্সিলর তপন কাঁদুর ও আনিস হত্যাকাণ্ড নিয়ে এবার রাজপথে বামফ্রন্ট নেতৃত্ব

বিশ্বরূপ দে  :  বিপ্লবী ভগৎ সিংয়ের শহীদ দিবসে রাজ্যজুড়ে "রোজগার অধিকার দিবস"-এর ডাক দিল সিপিআই (এমএল) লিবারেশনের যুব সংগঠন RYA (বিপ্লবী যুব এসোসিয়েশন)।

  ইন্টার্নশিপে ভাঁওতা নয়, সমস্ত সরকারি শূন্যপদে স্থায়ী নিয়োগ করতে হবে, দুর্নীতির কারণে বঞ্চিতদের অবিলম্বে নিয়োগ করতে হবে, দুর্নীতির সাথে যুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে - কর্মসংস্থান সংক্রান্ত ইত্যাদি দাবিগুলোকে সামনে রেখে ২৩শে মার্চ, বুধবার কমরেড ভগৎ সিংয়ের শহীদ দিবসে রাজ্যব্যাপী "রোজগার অধিকার দিবস"-এর আহ্বান জানিয়েছে বিপ্লবী যুব এসোসিয়েশন । এপ্রসঙ্গে রাজ্যের সকল বাম গণতান্ত্রিক ছাত্রযুবকে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্র-রাজ্যের দুর্নীতি ও ভাঁওতাবাজির বিরুদ্ধে এবং কর্মসংস্থানের দাবিতে পথে নেমে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে সংগঠনের নেতৃত্ব । 

  অন্যদিকে, সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুজন চক্রবর্তীর নেতৃত্বে পুরুলিয়ার ঝালদায় সম্প্রতি খুন হওয়া পৌর প্রতিনিধি তপন কাঁদুরের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি, তপন কাঁদুরের খুনের নিরপেক্ষ তদন্ত ও দোষীদের যথাযথ শাস্তির দাবিতে রাজ্যজুড়ে লড়াই চলবে বলে জানিয়েছেন কমরেড সুজন চক্রবর্তী এবং দলের অন্যান্য নেতৃবৃন্দ । 

  পাশাপাশি, আনিস খানের বাড়িতে গিয়ে তাঁর বাবা সালেম খানের সাথে দেখা করে প্রতিবাদী ছাত্রনেতা আনিসের ন্যায় বিচারের দাবিতে রাজ্যজুড়ে আন্দোলন অব্যহত থাকবে বলে হুঁশিয়ারি দিলেন সিপিআইএমের পলিটব্যুরো সদস্য তথা কৃষক আন্দোলনের অন্যতম নেতা কমরেড হান্নান মোল্লা । 

  আনিসের বাড়িতে গিয়ে হান্নান মোল্লা বলেন যে সালেম খান তাঁর এক সময়ের কৃষক সভার সহযোদ্ধা । হান্নান মোল্লার এই কথার পরিপ্রেক্ষিতে বাহাত্তর বছরের বৃদ্ধ সালেম খান বলেন, "মেরুদন্ড বিক্রি করতে আজও শিখিনি । ছেলের হত্যাকারিদের শাস্তি চাই"। 

  আনিস খান হত্যা মামলায় এবার সরাসরি পথে নেমে আন্দোলনের ডাক দিয়েছে রাজ্য বামফ্রন্ট । ২২শে মার্চ মঙ্গলবার বামফ্রন্টের পক্ষ থেকে অপ্সরা সিনেমা হলের সামনে এক প্রতিবাদী সমাবেশের আয়োজন করা হয়েছে । আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী ছাত্রনেতা আনিস খানের হত্যাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি, আনিস হত্যাকাণ্ডে বিক্ষোভরত বাম ছাত্রযুবদের ওপর নির্মম পুলিশি নির্যাতন ও অনৈতিক গ্রেফতারের প্রতিবাদে হাওড়া জেলার গ্রামীণ পুলিশ সুপারের অপসারণের দাবিতে, উক্ত সভায় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিপিআইএমের নব নির্বাচিত রাজ্য সম্পাদক কমরেড মহঃ সেলিম, কমরেড বিমান বসু, সিপিআই-এর রাজ্য সম্পাদক কমরেড স্বপন ব্যানার্জি, কমরেড মনোজ ভট্টাচার্য, কমরেড নরেন চ্যাটার্জি সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ ।

Post a Comment

0 Comments