ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

রাজ্যের নির্বাচনী প্রচারে পুলিশি হামলা

 পুলিশি হামলার প্রতিবাদে ধিক্কার বাম ও আইএসএফের

বিশ্বরূপ দে  :    ১২ই এপ্রিল পশ্চিমবঙ্গের দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে উপনির্বাচন । একটি আসানসোল লোকসভা কেন্দ্র, অপরটি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র । একদিকে যেমন বালিগঞ্জের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড সায়রা সাহ হালিমের সমর্থনে জোরকদমে চলছে নির্বাচনী প্রচার, ঠিক তেমনই আসানসোল লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী কমরেড পার্থ মুখার্জির সমর্থনেও তুঙ্গে নির্বাচনী প্রচার । আসানসোলবাসী এবার তাদের অতি পরিচিত কাছের মানুষ কমরেড পার্থ মুখার্জিকেই এলাকার উন্নয়নের স্বার্থে ও দুর্নীতির প্রতিবাদে আওয়াজ তোলার জন্য লোকসভার সাংসদ হিসেবে দেখতে চাইছেন ।

  শুক্রবার কমরেড পার্থ মুখার্জির সমর্থনে লাউদোহার সরপী, ইছাপুর, জব্বরপল্লী, প্রতাপপুর এবং কালিকাপুরে নির্বাচনী প্রচার করা হয় । এদিন প্রার্থীর সমর্থনে এক জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কমরেড মহঃ সেলিম ।

 আসানসোলে মূল লড়াই হচ্ছে বামফ্রন্ট বনাম তৃণমূল কংগ্রেস । তাই বিজেপিকে ভোট দিয়ে তৃণমূল বিরোধী ভোট বিভাজন করা একেবারেই ঠিক হবে না বলে উক্ত নির্বাচনী জনসভায় মন্তব্য করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক কমরেড মহঃ সেলিম । পাশাপাশি, শুক্রবার কলকাতার বুকে এক নির্বাচনী প্রচারে পুলিশি হামলা ও বেআইনি গ্রেফতারের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক কমরেড মহঃ সেলিম । এপ্রসঙ্গে এক বিবৃতি জারি করে তিনি বলেন, "নির্বাচনী প্রচারে পুলিশের এই হামলা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক"। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সিপিআই (এমএল) লিবারেশন । 

  এদিন এনআরসি-এনপিআর এবং সিএএ বিরোধী নাগরিক ফোরামের পক্ষ থেকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমুল প্রার্থী বাবুল সুপ্রিয়র নাম উল্লেখ করে "নো ভোট টু বাবুল, নো ভোট টু বিজেপি" - এই স্লোগানকে সামনে রেখে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে এক প্রতিবাদী পদযাত্রার আয়োজন করা হয় । ফোরামের দাবি, নির্বাচন কমিশনের অনুমতি নিয়েই কর্মসূচি সংগঠিত করা সত্বেও, মিছিল শুরু হওয়ার আগেই জমায়েত হওয়া কর্মীদের মধ্যে থেকে মোট ২৬ জনকে গ্রেফতার করা হয় । নির্বাচনী প্রচার ও মিছিল সংগঠিত করার বুনিয়াদি গণতান্ত্রিক অধিকারের ওপর রাজ্য সরকারের এই পুলিশি হামলার তীব্র নিন্দা জানাবার পাশাপাশি, অবিলম্বে প্রত্যেক আটক নাগরিক ও কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সিপিআই (এমএল) লিবারেশন । 

  নির্বাচনী প্রচারে রাজ্যের পুলিশের এই অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদ করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট । পশ্চিমবঙ্গে ক্রমশ স্বৈরতন্ত্রের ছায়া দীর্ঘায়িত হচ্ছে বলে মন্তব্য করেছেন আইএসএফের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি । ঘটনার প্রতিবাদ জানিয়েছে সিপিআই, সিপিআইএম সহ প্রত্যেকটি বামপন্থী দল ও রাজ্যের গণতান্ত্রিক মহল ।

  অন্যদিকে, সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূলের হাতে খুন হওয়া বামপন্থী কর্মী কমরেড বিদ্যুৎ মন্ডলের বাড়িতে গিয়ে পরিবারের সকলকে সমবেদনা জানাবার পাশাপাশি, রাজ্যজুড়ে শাসকদলের হত্যালীলার প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেতৃবৃন্দ । এদিন সংগঠনের পক্ষ থেকে এক মিছিল সংগঠিত করে শহীদ কমরেড বিদ্যুতের বাড়িতে যান দলীয় নেতৃত্ব । মিছিলে উপস্থিত ছিলেন কমরেড মোনালিসা সিনহা, মিলি চক্রবর্তী, মৃদুলা ব্যানার্জি, চন্দনা বাগচি সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

Post a Comment

0 Comments