তিলাবনী পাহাড় কেটে গ্রানাইট বিক্রি করবে বেসরকারি সংস্থা
বিশ্বরূপ দে : ছাগল চুরি, পুকুর চুরি, বালি চুরি, কয়লা চুরির নজির এরাজ্যে প্রচুর । কিন্তু এবার আস্ত একটি পাহাড় চুরির বন্দোবস্ত পাকাপাকি হতে চলেছে পশ্চিমবঙ্গে ।
পুরুলিয়া জেলার হুড়া ব্লক অধীনস্ত কলাবনী গ্রাম পঞ্চায়েত অন্তর্ভুক্ত তিলাবনী পাহাড় কেটে একটি বেসরকারি সংস্থার হাতে গ্রানাইট বিক্রির বরাত দিয়েছে রাজ্য সরকার । পরিবেশ ধ্বংস করে পাহাড় বিক্রির প্রতিবাদে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়িয়েছেন স্থানীয় গ্রামবাসীরা । "পাহাড় বাঁচাও" স্লোগানকে সামনে রেখে শিল্পের নামে পাহাড় ধ্বংসের বিরুদ্ধে গণ-আন্দোলন সংগঠিত করেছেন তারা । ইতিমধ্যেই সরকারের এই পাহাড় কাটার বিরুদ্ধে গণস্বাক্ষর সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে । একই সাথে রাজ্যের সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন ও প্রকৃতিপ্রেমী সংগঠন এবং ব্যক্তিকে গণ-আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিলাবনীর মানুষ ।
প্রসঙ্গত উল্লেখ, এই পাহাড়ের কোলেই অবস্থিত কলাবনী এলাকার তিলাবনী, লেদাবনা, পড়শিবনা এবং মাধবপুর গ্রাম । এলাকাবাসীর কাছে তিলবনী শুধু একটি পাহাড়ই নয়, গ্রামবাসীর জীবন-জীবিকার সাথেও অঙ্গাঙ্গিভাবে যুক্ত এই তিলবনী পাহাড় । পাশাপাশি, সমগ্র অঞ্চলের প্রাকৃতিক বৈচিত্রের ভরকেন্দ্র তিলাবনী, যা রাজ্যের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই স্থান দখল করেছে । প্রতি বছরই বহু প্রকৃতিপ্রেমী ও পাহারপ্রেমী সংগঠনের মানুষজন এখানে এসে পাহাড়ে আরোহন করেন এবং প্রকৃতি পাঠের শিবির সংগঠিত করেন । এমনকি রক ক্লাইম্বিং-এর ক্ষেত্রেও এই পাহাড়ের নাম উজ্জ্বল । ২০২১-এ এই তিলাবনী পাহাড়ে "বোল্ডার ক্লাইম্বিং উৎসব" অনুষ্ঠিত হয় । রাজ্যের মানচিত্রে এমনই একটি গুরুত্বপূর্ণ পাহাড় ধ্বংস করে পরিবেশের ভারসাম্য নষ্ট করার বিরুদ্ধে ইতিমধ্যেই প্রতিবাদে সোচ্চার হয়েছেন বহু পরিবেশপ্রেমী সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
0 Comments