ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই

১মে, মান্না দে-র ১০৩তম জন্মদিবস



বিশ্বরূপ দে-র বিশেষ প্রতিবেদন

    আজ ঐতিহাসিক মে দিবস । আর সেই সাথে বাংলার কিংবদন্তী সঙ্গীতশিল্পী মান্না দে-র জন্মদিন । জীবিত থাকলে ১০৩ বছরে পদার্পন করতেন মান্না দে ।

  ছেলেবেলায় তাঁর ডাক নাম ছিল মানা । ছোটবেলা থেকেই খুব ডানপিটে ছিলেন । সেই সময় গোবর গুহর কাছে কুস্তির তালিম নেন । সারা ভারত কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণও করেছিলেন তিনি । একজন কুস্তিগীর যে একসময় নিপুন ও দক্ষ গায়ক হয়ে উঠবেন, সেকথা ওইসময় তাঁর পরিবারের কেউ ভাবতেই পারেন নি । 

  তরুণ বয়স থেকেই খুব সৌখিন ও রান্নাবান্নায় পটু ছিলেন মান্না দে । বারবিকিউ, কাবাবের পাশাপাশি, বাঙালি রান্নাতেও তাঁর হাত ছিল পাকা । জমিয়ে খেতে ও খাওয়াতে দারুন ভালোবাসতেন এই মানুষটি । 

  রান্নাবান্নার পাশাপাশি, তাঁর সখের মধ্যে আরো দুটি জিনিষ ছিল ঘড়ি আর সিগারেট । নিজে ব্যবহার করতেন সুইস ঘড়ি । এছাড়া তাঁর সংগ্রহের মধ্যে ছিল ওমেগা, টিসো, ফাভ্র লুভা ইত্যাদি বহু মূল্যবান বিদেশি ঘড়ি । ফেভারিট সিগারেট ছিল "555"। ১৯৯০ সালে চিকিৎসকের পরামর্শে সিগারেট ছেড়ে দেওয়ার পর নিজের সংগ্রহে থাকা ৫০০ সিগারেট বাড়ির কাজের লোকদের বিলিয়ে দেন । 

বাড়িতে সঙ্গীতের চর্চা থাকলেও গানের প্রতি তাঁর আকর্ষণ শুরু হয় বিদ্যাসাগর কলেজে পড়ার সময় । তখন হঠাৎ করেই ইংরেজি গানের ভক্ত হয়ে ওঠেন মান্না দে । রেকর্ড প্লেয়ারে শুনতে শুরু করলেন এবং গাইতেও শুরু করেন । ইংরেজি গানের পাশাপাশি, কাকা কৃষ্ণ চন্দ্র দে-র কাছে বাংলা গানের তালিম নেওয়া শুরু করলেন । ইংরেজি গানের জগতে তাঁর ফেভারিট গায়করা ছিলেন Bing Crossby, Frank Sinatra এবং Nat King Cole ।

  ১৯৪২ সালে কাকা কৃষ্ণ চন্দ্র দের সঙ্গে মুম্বাই পাড়ি দেন । সে বছরই কাকার সুরে তমান্না ছবিতে সুরাইয়া-র সাথে প্রথম রেকর্ড করেন । কাকা ছাড়া শচীন দেব বর্মন ও ক্ষেমচাঁদ প্রকাশ-এর সঙ্গে সহকারী হিসাবে কাজ করতে শুরু করেন মান্না দে । প্রায় ১৮টি ভাষায় তিন হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি । তার মধ্যে বাঙালির কাছে আজও অমর "সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল", "কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই"। 


  বাঙালি পাঠকের কাছে মান্না দে-র সম্পর্কে কিছু বলা বাতুলতা ছাড়া অন্য কিছু নয় । তবে একটা জিনিষ খুব খারাপ লাগার, এতো বড় একটা মানুষ শেষ জীবনে নিজের লোকজনের কাছে বিভিন্ন ভাবে লাঞ্ছিত ও অবহেলিত হয়েছিলেন । 

যেখানেই থাকুন, ভালো থাকুন মান্না বাবু ।

Post a Comment

0 Comments