ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

জঙ্গলমহলের বহু জায়গা থেকে পোস্টার উদ্ধার করলো পুলিশ

 বঙ্গে আবার মাওবাদী উত্থান

বিশ্বরূপ দে  :     দীর্ঘ প্রায় ১১ বছর পর মাওবাদীদের ডাকা ধর্মঘটে বেশ ভালো রকমই প্রভাব পড়লো জঙ্গলমহলের বেশ কয়েকটি এলাকায় । রাজ্য সরকারের একাধিক দুর্নীতি সহ, বেকারত্ব ও কর্মসংস্থান ইত্যাদি বিষয়গুলিকে সামনে রেখে সম্প্রতি ২৪ ঘন্টা বনধ ডাকে মাওবাদীরা । বনধের সমর্থনে জঙ্গলমহলের বেলপাহারি, লালগড়, বারিকুল, বিনপুর ১ ও ২ নং ব্লক, জামবনি, গড়বেতা, শালবনি, গোয়ালতোরের মতো বেশ কয়েকটি জায়গায় মাওবাদী পোস্টার নজরে আসতেই এইসব এলাকাজুড়ে ব্যাপক পুলিশি টহলদারি শুরু হয় । রাজ্যের দুর্নীতির প্রতিবাদ ও বিভিন্ন দাবিদাওয়া সংক্রান্ত মাওবাদীদের বেশকিছু পোস্টার উদ্ধার করে পুলিশ । তা থেকেই জানা যায় যে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে নতুন করে মাওবাদীদের উত্থান শুরু হয়েছে জঙ্গলমহলে । মাওবাদীদের ডাকা বনধে ঝাড়গ্রামের বিভিন্ন এলাকার বাজার থেকে শুরু করে দোকানপাট বন্ধ ছিল । চলেনি কোন বেসরকারি যানবাহন  । হাতে গোনা কয়েকটি সরকারি বাস চললেও তাতে যাত্রীসংখ্যা ছিল অত্যন্ত কম । কাজেই ধরে নেওয়া যায় যে মাওবাদীদের বনধকে একপ্রকার সমর্থনই করেছেন এলাকার দরিদ্র, মেহনতি ও সাধারণ মানুষ । জঙ্গলমহলের এইসমস্ত এলাকাগুলি এক সময় মাওবাদী অধ্যুষিত অঞ্চল বলেই পরিচিত ছিল । ২০১১-য় মমতা বন্দোপাধ্যায়ের সরকার পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসীন হওয়ার পর অনেকটাই শান্ত ও নিয়ন্ত্রণে ছিল জঙ্গলমহলের মাওবাদী কার্যকলাপ । কিন্তু সম্প্রতি এই বনধকে কেন্দ্র করে নতুন করে পশ্চিমবঙ্গে মাওবাদীদের উত্থান সামনে আসায় চিন্তিত রাজ্য প্রশাসন ।

Post a Comment

0 Comments