ভারতীয় দন্ডবিধির রাষ্ট্রদ্রোহিতার বিধানে মহামান্য আদালতের স্থগিতাদেশ জারি
বিশ্বরূপ দে : ভারতীয় দণ্ডবিধির আওতায় রাষ্ট্রদ্রোহিতার নামে অপরাধের যে ধারাটি রয়েছে, ১১ই মে, বুধবার সেটির ওপর স্থগিতাদেশ জারি করলো মহামান্য সুপ্রিম কোর্ট ।
আদালতের এই রায় ঘোষণার পরই গণতান্ত্রিক আইনজীবী সংগঠন "ল'ইরাস ফর সোশ্যাল জাস্টিস এন্ড হিউম্যান রাইটস" এবং "অল ইন্ডিয়া ল'ইরাস ফর সোশ্যাল জাস্টিস"-এর পক্ষ থেকে এক প্রেস বিবৃতি জারি করা হয় ।
উক্ত বিবৃতিতে সংগঠনগুলির রাজ্য কনভেনর দিবাকর ভট্রাচার্য বলেন,"সুপ্রিম কোর্টের বহুদিন পূর্বে যে কাজটি করা উচিত ছিল, আজ তার একটি অংশ সম্পন্ন হয়েছে । মহামান্য সুপ্রিম কোর্ট ভারতীয় দন্ডবিধির মধ্যে রাষ্ট্রদ্রোহিতার নামে যে অপরাধের বিধান রয়েছে, সেটিকে কার্যত স্থগিত করেছেন । এতে আমরা স্বভাবতই খুশি, তবে ওই বিধি সংক্রান্ত মামলাটির বিচার এখনো হয়নি । কেন্দ্রীয় সরকারের আবেদন ক্রমে সুপ্রিম কোর্ট মামলাটিকে পিছিয়ে দিলেন মাত্র । রাষ্ট্রদ্রোহিতার অপরাধে এই আইন যা বরাবর সাধারণ মানুষের মতামত, প্রতিবাদ ও বিক্ষোভকে দমন করার কাজে ব্যবহার করা হয়েছে তাকে বাতিল করা হবে এই আশা আমরা করছি"।
কিন্তু শেষমেষ আদৌ তা কার্যকরী হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় প্রকাশ করেছেন আইনজীবী সংগঠন LSJHR ও AILAJ নেতৃত্ব ।
0 Comments