নিজস্ব প্রতিবেদক রামপুরহাট, ১৮ মে ঃ ফের আনারুল হোসেনের জামিন খারিজ করলেন রামপুরহাট মহকুমা আদালতের বিচারক। সেই সঙ্গে পিছিয়ে দেওয়া হল পলিগ্রাফ টেস্টের শুনানি। তবে আনারুলের আইনজীবীর দায়ের করা অভিযোগে সিবিআইয়ের আইনজীবী আদালতকে জানায়, ধৃত তৃণমূল নেতার মোবাইল সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
চলতি বছরের ২১ মার্চ রাত সাড়ে আটটা নাগাদ ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে রামপুরহাট বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় তৃণমূল নেতা, বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে। বদলা নিয়ে বগটুই গ্রামে একাধিক বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে পুড়ে মৃত্যু হয় ১০ জনের। মৃতদের তালিকায় এক নাবালিকা এবং একজন নববিবাহিত যুবক রয়েছেন। হত্যার ঘটনায় ২৪ মার্চ মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেফতার করা হয় তৃণমূলের রামপুরহাট ১ নম্বর ব্লক সভাপতি আনারুল হোসেনকে। সেই থেকেই রামপুরহাট জেল হেফাজতে রয়েছেন তিনি। বুধবার তাঁকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। আদালতে ঢোকার মুখে আনারুল বলেন, “আগেই বলেছি আমি নির্দোষ। আমাদের মতো ভালো ছেলেদের ফাঁসানো হচ্ছে”। কিন্তু কারা ফাঁসাচ্ছেন সেটা খলসা করেননি তিনি।
বিকেলে বিচারক জামিন নাকচ করার পর আনারুলের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা বলেন, “আমরা আনারুলের জামিনের আবেদন করেছিলাম। কিন্তু বিচারক জামিন নাকচ করে ফের ১ জুন আদালতে হাজির করার নির্দেশ দেন। পাশাপাশি আমরা আনারুলের কাছ থেকে বাজেয়াপ্ত মোবাইল আদালতে জমা করার আবেদন জানিয়েছিলাম। কিন্তু সিবিআইয়ের আইনজীবী মোবাইল জমা না দিয়ে আদালতকে লিখিতভাবে জানিয়েছে তারা মোবাইল সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরিতে জমা দেওয়া হয়েছে”। অন্যদিকে আনারুলের পলিগ্রাফ টেস্টের শুনানিও পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানান সরকারি আইনজীবী।
0 Comments