ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

রাজা রামমোহন রায়ের ২৫০তম জন্মবার্ষিকীতে লিবারেশনের কর্মসূচি

নিত্য প্রয়োজনীয় জিনিষের অস্বাভাবিক দামবৃদ্ধির প্রতিবাদে সিপিআই-এর প্রতিবাদ

বিশ্বরূপ দে :   "চলবে না রামের নামে উন্মাদনা, পাথেয় হোক রামমোহনের অনুপ্রেরণা" - এই বার্তা তুলে ধরে ২২ মে রবিবার ভারত পথিক রাজা রামমোহন রায়ের জন্মের ২৫০ তম বর্ষপূর্তিতে হুগলি জেলার খানাকুল ১নং ব্লকের রাধানগর গ্রামে (রাজা রামমোহন রায়ের জন্ম ভিটে) ও পার্শ্ববর্তী রঘুনাথ পুর গ্রামে (সামাজিক অনুশাসনের বিরুদ্ধে যাওয়ায় পরিবার থেকে ত্যাজ্যপুত্র হয়ে নির্মিত বসতবাড়ি) গিয়ে তাঁকে শ্রদ্ধা জানালো সিপিআই (এম এল) লিবারেশন, দলের ছাত্র সংগঠন AISA, পশ্চিমবঙ্গ গণ সংস্কৃতি পরিষদ, সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি ও বিপ্লবী যুব অ্যাসোসিয়েশনের কর্মী ও নেতৃবৃন্দ । সংগঠনগুলির সাথে পা মেলান নৈহাটির অগ্নিবীণা সাংস্কৃতিক সংস্থার শিল্পীরাও ।

  সতীদাহ প্রথায় নিজের বৌদির নির্মম পরিণতি দেখে রামমোহন নিজেদের পারিবারিক শ্মশানের যে স্থানে দাঁড়িয়ে এই বর্বর প্রথা বন্ধের সংকল্প করেন, সেই বেদী ও সংলগ্ন মূর্তিতে মাল্যদান করে কোরাস গানের মধ্যে দিয়ে তাঁর বসতবাড়ি এলাকায় সংক্ষিপ্ত পদযাত্রা করেন সংগঠনগুলির সদস্যরা । সংক্ষিপ্ত বক্তব্য রাখেন AISA-র রাজ্য সভাপতি নিলাশিস বসু । সঙ্গীত পরিবেশন করেন নীতিশ রায়, সরিৎ চক্রবর্তী, মাধব মুখার্জী প্রমুখ । কর্মসূচি সঞ্চালনা করেন সিপিআই (এমএল) লিবারেশনের  হুগলি জেলা কমিটির সদস্য কমরেড সৌরভ রায় । উপস্থিত ছিলেন দলের রাজ্য ও জেলা কমিটির পক্ষে কমরেড সুব্রত সেনগুপ্ত, দেবব্রত ভক্ত, প্রবীর হালদার, ভিয়েত ব্যানার্জী, প্রদীপ সরকার এবং মহিলা সংগঠক কমরেড দুর্গা রায়, কৃষ্ণা পাল, সুষমা মুখার্জী, যুব সংগঠক কমরেড অতনু, ছাত্র কর্মী কমরেড রণজয়, বর্ষা, সঙ্কেত, শুভ সহ অন্যান্য সদস্যবৃন্দ ।

  এর পাশাপাশি পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের ক্রমবর্ধ্বমান দামবৃদ্ধি এবং রাজ্য-কেন্দ্রের চরম দুর্নীতির প্রতিবাদে এদিন ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) চেতলা শাখার উদ্যোগে এলাকার বিভিন্ন বাজার ও তৎসংলগ্ন অঞ্চল জুড়ে এক প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয় । উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন দলের সমস্ত কর্মী ও নেতৃবৃন্দ । সিপিআই চেতলা শাখার এই প্রতিবাদ কর্মসূচির সমর্থনে স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসেন বহু এলাকাবাসী ।

Post a Comment

0 Comments