ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

#IPL ইডেনে আয়োজিত আইপিএলের টিকিট কালোবাজারি চক্র গ্রেফতার

পুলিশের জালে ধরা পড়লো কালোবাজারি চক্রের পাঁচ সদস্য



বিশ্বরূপ দে ;      ইডেনে আইপিএল ম্যাচের ঠিক আগেই পুলিশের জালে ধরা পড়লো টিকিট কালোবাজারি চক্রের পাঁচজন সদস্য । 

  ইডেন গার্ডেন্সে আয়োজিত আইপিএল ম্যাচের টিকিট চড়া দামে কালোবাজারির খবর আগেভাগেই সোর্স মারফত খবর ছিল পুলিশের কাছে । সেইমতো গতকাল অর্থাৎ ২২ তারিখ রবিবার সন্ধ্যে ছটা নাগাদ ময়দান থানা এলাকায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখার অফিসাররা ছদ্মবেশে ছড়িয়ে থাকেন ইডেন গার্ডেন ও তৎসংলগ্ন এলাকায় । অতঃপর বিশ্বস্ত সূত্র মারফৎ গোয়েন্দারা খবর পান যে ওই অঞ্চলেরই কোন এক জায়গায় ঘাঁটি গেড়ে রমরম করে চলছে টিকিট কালোবাজারির ব্যবসা । খবর আসা মাত্রই অঞ্চলের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখার অফিসাররা হদিশ পান একটি চক্রের, যারা ইডেন গার্ডেন্সে অয়োজিত আইপিএল ম্যাচের টিকিট কালোবাজারি চালাচ্ছিল । মোট পঞ্চাশটি টিকিট সমেত গ্রেপ্তার করা হয় চক্রের পাঁচজন সদস্যকে । পুলিশ সূত্রের খবর অনুযায়ী, ধৃতরা যথাক্রমে ডায়মন্ড হারবার ও নদিয়ার বাসিন্দা সৌম্যদীপ মন্ডল এবং দীপঙ্কর দাস, টালিগঞ্জের বাসিন্দা স্বাগত চাঁদ, পূর্ব মেদিনীপুরের বাসিন্দা অয়ন মাইতি এবং শান্তিপুরের বাসিন্দা রাহুল বিশ্বাস । উদ্ধার হওয়া টিকিটগুলি বাজেয়াপ্ত করা হয়েছে এবং ধৃতরা আপাতত পুলিশি হেফাজতে রয়েছে । এদের অন্তরালে আরো কোন ব্যক্তি বা গোষ্ঠী আছে কিনা তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর ।

Post a Comment

0 Comments