ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

#Taslima মহিলাদের স্তন নিয়ে বিতর্কিত মন্তব্য লেখিকা তসলিমা নাসরিনের




 নিজস্ব প্রতিবেদক : আবারও বিতর্কিত মন্তব্য লেখিকা তসলিমা নাসরিনের। এবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট নিয়ে নেট দুনিয়ায় তৈরি হয়েছে বিতর্ক। শরীরের কোন অঙ্গের আকৃতি নিয়ে কুরুচিকর মন্তব্য করার কোন অধিকার নেই এমনটাই মনে করেছেন নেটাগারিকরা ।

 তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্টে লিখেছেন, "সুডোল সুডোল ফার্ম স্তন দেখতে আমার খুব ভালো লাগে। সুদর্শন পুরুষদের যেমন সর্টস পরলে বা সুঠাম বাইপাস দেখানো স্লিভলেস টি-শার্ট, বুকের লোম দেখানো ভি নেক টি-সার্ট পরলে দেখতে ভালো লাগে তেমন মেয়েদের কিছুটা নিতম্ব ঝিলিক দেওয়া সুগঠিত পা দেখানো মিনি শর্টস পরলে ক্লিভেজ বা অর্ধেক স্তন দেখানো পেট বা নাভি দেখানো ছোট টপ পড়লে দেখতে ভালো লাগে. কিন্তু আজকাল কি হয়েছে যার স্তন দেখতে ভালো নয় স্যাগিং বা প্রায় ফ্ল্যাট, তারাও বিশেষ করে সাংস্কৃতিক জগতের সেলিব্রিটিরা ডিপ ভি নেক  ড্রেস পরেন।  কেন যে পড়েন ? কি দেখাতে বুঝিনা । আর বিশাল কুৎসিত পুরুষগুলো আট সাট জামা পড়ে চলেন। চোখ সরাতে পারলে বাঁচি।"



তার এই বিতর্কিত লেখা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে নেট দুনিয়ায় । অনেকে মন্তব্য করেছেন তসলিমা নাসরিন এর বক্তব্য বডি শেমিং এর পর্যায়ে পড়ে। কে কি পড়বেন কীভাবে পড়বেন এই সম্পর্কে এভাবে মন্তব্য করা নিয়ে অনেকেই হতবাক। অনেকে আবার মনে করছেন তসলিমা নাসরিন মাঝেমধ্যে বিতর্কে থাকতে চান কারণ তিনি বিতর্কিত লেখিকা হিসেবে পরিচিত। তাই শিরোনামে থাকার জন্যই এ ধরনের লেখা লিখে থাকেন । সেলিব্রেটিদের নিয়ে এ ধরনের বিতর্কিত মন্তব্য করায় ক্ষোভ প্রকাশ করেছেন সেলিব্রিটিরাও। তার থেকেও বড় বিতর্ক তৈরি হয়েছে মেয়েদের নিতম্ব নিয়ে মন্তব্য করায়।

যদিও তসলিমা নাসরিন উল্লেখ করেছেন কে কি পড়বে তা নির্ধারণ করার তিনি কেউই নন। সেই অধিকারও তার নেই। শুধুমাত্র তার কি দেখতে ভালো লাগে তিনি সেটাই ব্যক্ত করেছেন।


Post a Comment

0 Comments