নকশালবাড়ি আন্দোলনের ৫৬তম দিবস পালনের পরদিনই রাজভবনে লিবারেশনের বিক্ষোভ
বিশ্বরূপ দে : কেন্দ্রের ফ্যাসিবাদী বিজেপি ও রাজ্যে তৃণমূল পরিচালিত সরকারের অপশাসনের বিরুদ্ধে রাজ্য তথা দেশের প্রতিটা ছাত্রযুব, শ্রমিক-কৃষক ও গণতন্ত্রপ্রিয় নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে ২৫শে মে বুধবার, ঐতিহাসিক নকশালবাড়ি আন্দোলনের গৌরবময় ৫৫তম বর্ষ পালন করলো সিপিআই (এমএল) লিবারেশন । এদিন কলকাতা সহ পশ্চিমবঙ্গের প্রতিটা জেলা জুড়ে নকশালবাড়ি আন্দোলনে শহীদ হওয়া প্রত্যেক সাথীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদবেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি, দিকে দিকে নকশালবাড়ি আন্দোলনের ধারা অব্যহত রেখে, শাসকের অত্যাচার ও অপশাসনের বিরুদ্ধে বৃহত্তর গণ-আন্দোলন গড়ে তোলার আওয়াজ তোলেন সংগঠন নেতৃত্ব ।
নকশালবাড়ি দিবস পালনের ঠিক পরদিনই বৃহস্পতিবার রাজভবনের প্রধান ফটকের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিপিআই (এমএল) লিবারেশন এবং দলের ছাত্রযুব ও মহিলা গণসংগঠনের অসংখ্য কর্মী ও নেতৃবৃন্দ । বিক্ষোভের মধ্যে দিয়ে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি সহ বেকারত্ব, কর্মসংস্থান, শ্রমিক-কৃষক বঞ্চনা, গণ-আন্দোলনে পুলিশি হামলা, দুর্নীতি ইত্যাদি ইস্যুতে রাজ্য ও কেন্দ্রের অলিখিত গাঁটছড়ার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় । সংগঠনের এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন লিবারেশন ও দলের বিভিন্ন গণ-সংগঠনের জেলা ও রাজ্যস্তরের নেতৃবৃন্দ ।
এর পাশাপাশি, রাজ্যের শিক্ষা দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতিগ্রস্তদের শাস্তির দাবিতে ২৬শে মে বৃহস্পতিবার পিএসসি-র সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিপিআইএম ।
0 Comments