ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

#KK প্রয়াত বিশিষ্ট সঙ্গীতশিল্পী K k

 


নিনিজস্ব প্রতিনিধি : মাত্র 54 বছর বয়সে প্রয়াত হলেন সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ। গত সোমবার মুম্বাই থেকে তার সহযোগীদের নিয়ে কলকাতায় আসেন তিনি। উল্টোডাঙ্গার গুরুদাস কলেজ এর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছিলেন তিনি। সোমবার এবং মঙ্গল বার দুদিন কানা অনুষ্ঠান করেন। মঙ্গলবার কলকাতার নেতাজি ইন্ডোর এ গানের অনুষ্ঠান করেন তিনি। সূত্রের খবর অনুষ্ঠান চলাকালীন তিনি অল্প বিস্তর অসুস্থ বোধ করেন। তারপর অনুষ্ঠান শেষ করে তিনি কলকাতার একটি নামী হোটেলে চলে যান। সেখানেই তিনি আরো বেশি অসুস্থ বোধ করেন। অসমর্থিত সূত্রের খবর, তিনি এতই অসুস্থ হয়ে পড়েন যে হোটেলে তিনি পড়ে যান। তার সহযোগীরা তাকে কলকাতার একটি নামী হাসপাতালে তড়িঘড়ি করে নিয়ে আসেন। চিকিৎসকরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়তেই নেমে আসে শোকের ছায়া। হাসপাতালে তার ভক্ত অনুরাগীরা যেমন আসতে শুরু করেন তেমনি সংগীতশিল্পীরা পৌঁছাতে শুরু করেন। ঘটনাস্থলে ছুটে যান অ মন্ত্রী অরূপ বিশ্বাস। সমস্ত বিষয়ে খোঁজ-খবর নেন এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানিয়েছেন আগামী কাল সকালেই তার সহধর্মিনী এবং এক পুত্র এবং কন্যা কলকাতায় এসে পৌঁছাবেন।

কৃষ্ণ কুমার কুন্নাথ এর মৃত্যুর খবর  মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। শোকের ছায়া নেমে আসে শিল্পী এবং অনুরাগীদের মধ্যে। বাংলা শিল্পীরা কেকের চলে যাওয়াকে শিল্পী জগতের অপূরণীয় ক্ষতি বলে মনে করেন।

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মৃত্যুতে টুইট করে শোক জ্ঞাপন করেন।


Post a Comment

0 Comments