ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

AGNIPATH কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে AISA ও RYA-এর বিক্ষোভ

দিল্লীতে বিক্ষোভরত AISA-র জাতীয় সভাপতি এন.সাই.বালাজি সহ বহু ছাত্রযুব কর্মী  বলপূর্বক আটক

বিশ্বরূপ দে :    রেল, বীমা, ইস্পাত ও কয়লা সহ দেশের প্রতিটা রাষ্ট্রায়ত্ব সংস্থা কর্পোরেটদের হাতে বেচে দেওয়ার পাশাপাশি, সেনাবাহিনীর মর্যাদাপূর্ণ চাকরির অধিকার হরণ করে "অগ্নিপথ প্রকল্প"-এর নামে কেন্দ্রীয় সরকার দেশ জুড়ে যে অশান্তির বাতাবরণ সৃষ্টি করেছে, তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে সিপিআই (এমএল) লিবারেশনের ছাত্র ও যুব সংগঠন AISA ও RYA । 

  শুক্রবার, ১৭ই জুন সংগঠনদ্বয়ের পক্ষ থেকে এক বিবৃতি জারি করা হয় । উক্ত বিবৃতিতে সংগঠনের তরফে বলা হয়,"সেনাবাহিনীতে স্থায়ী চাকরির পরিসমাপ্তি এবং  সেনা জওয়ানদের ব্যাপক হারে অস্থায়ীকরণ চালু করার একটি নকশা ছাড়া কেন্দ্রের এই প্রকল্প আর কিছুই নয় । মোদি সরকার প্রতিটি ক্ষেত্রে অস্থায়ীকরণ  এবং চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর করে বেকার যুবদের লক্ষ লক্ষ স্থায়ী চাকরি ধ্বংস করেছে ।  দেশীয় সম্পদ অর্থাৎ রাষ্ট্রায়ত্ব সংস্থা, রেল, বিমান, কয়লা এবং ইস্পাত - এই  ক্ষেত্রগুলিকে কর্পোরেটদের কাছে বেচে দিয়ে বেকার যুবকদের মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের সমস্ত সুযোগকে গলাটিপে হত্যা করেছে বিজেপি । ভারতীয় সেনা জওয়ান, যারা আক্ষরিক অর্থেই সবচেয়ে কঠিন পরিস্থিতিতে কাজ করে, তাদের অবসরকালীন ভাতার অধিকার কেড়ে নেওয়ার পরিকল্পনা করছে মোদি সরকার ।

আমরা জানি, কীভাবে বিজেপি তাদের ভূয়ো জাতীয়তাবাদ জনপ্রিয় করতে সেনাবাহিনীর নাম ব্যবহার করে । কিন্তু যখন সেনাবাহিনীর কর্মীরা বাস্তবে তাদের অধিকার দাবি করে, তখন তাদের সেই দাবি উপেক্ষা করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় । আমরা ভুলে যায়নি "এক পদ এক পেনশন"  এর দাবিকে কিভাবে মোকাবিলা  করা হয়েছিল"।

  এ প্রসঙ্গে দলের পক্ষ থেকে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে উদ্ধৃত করে বলা হয়,"মিঃ রাজনাথ সিং, ভারতীয় সেনা জওয়ানরা আপনার পোষা সৈনিক নয়, তারা দেশের জন্য নিয়োগপ্রাপ্ত"।

  অবিলম্বে কেন্দ্রের নতুন ভাঁওতা "অগ্নিপথ প্রকল্প" বাতিল অর্থাৎ প্রত্যাহারের দাবি জানিয়েছে AISA ও RYA ।

Post a Comment

0 Comments