বুদ্ধদেব ঘোষ : বিসিসিআই সভাপতি পদ থেকে কি ইস্তফা দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়! সোশ্যাল মিডিয়ায় পোষ্ট। তিনি লেখেন, 30 বছর ভারতীয় ক্রিকেটের সঙ্গে তার সম্পর্ক। মানুষের উপকার হবে এমন কিছু করতে চাই। তার জেরেই ফের ছড়ালো তার ইস্তফার জল্পনা। তাহলে কী তিনি রাজনীতিতে যোগ দিতে চলেছেন। তবে বিসিসিআই সচিব জয় শাহের দাবি বোর্ড সভাপতি পদে ইস্তফা দেননি সৌরভ গঙ্গোপাধ্যায়।
অন্যদিকে সূত্রের খবর, রাজনীতির ময়দানে আসার জন্যই এবার ক্রিকেটের ময়দান ছাড়লেন বাংলার মহারাজ। তবে এখনই কোন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না প্রাক্তন ভারত অধিনায়ক। কিন্তু সাংসদ হতে চলেছেন তিনি। সেক্ষেত্রে রাষ্ট্রপতি মনোনীত সাংসদ হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য ইউপিএ সরকারের আমলে সচিন তেন্ডুলকর, অভিনেত্রী রেখা ও রাষ্ট্রপতি মনোনীত সংসদ হয়েছিলেন।
সৌরভের ট্যুইট ঘিরে যখন চলছে জোর জল্পনা। তার কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় সমস্ত জল্পনা উড়িয়ে দিলেন। তিনি সাংবাদিকদের বলেন টুইট এর সঙ্গে ক্রিকেটের কোন যোগ নেই। তাই বিসিসিআই এর সভাপতির পদ থেকে ইস্তফার প্রশ্ন আসছে না। আমি কোন পদ থেকে পদত্যাগ করছি না। নতুন একটি অ্যাপ লঞ্চ করছি। সে বিষয় নিয়ে আমি টুইট করেছি।
0 Comments