নিজস্ব প্রতিনিধি : হাওড়া আসার পথে শুভেন্দু অধিকারীর গাড়ি আটকালো পুলিশ। তমলুকের রাধামণি মোরে শুভেন্দুকে বাধা পুলিশের।
তমলুকের রাধামনি পুলিশ শুভেন্দুর গাড়ি আটকানোর পরে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় হয় জড়িয়ে পড়েন তিনি। শুভেন্দু অধিকারী জানতে চান কেন তাকে রাধা মনি রোডের আটকানো হচ্ছে। তিনি এও বলেন আমার খাবারের জন্য একটি নির্ধারিত হোটেল রয়েছে। সেখানে যেতে কোনরকম পুলিশ বাঁধা দিতে পারেনা। আমি আমার বাড়িতে যাব সেখানে পুলিশ বাঁধা দিতে পারেনা।
শুভেন্দু এও দাবি করেন, রাজ্য সরকার এবং পুলিশ যদি আগে ব্যবস্থা নিত তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। মানুষ ১১ ঘণ্টা ভোগান্তির শিকার হতো না।
শুভেন্দু অধিকারী বদ্ধপরিকর তিনি গাড়ি থেকে নামবেন না। তিনি এও বলেন আমাকে যেখানে আটকানো হচ্ছে সেখানে ১৪৪ ধারা লাগু নয়। পুলিশ জানতে চাইতে পারে না আমি কোন বাড়িতে থাকব।
রবিবার সকালে কাঁথি থানা থেকে চিঠি দিয়ে শুভেন্দু অধিকারী কে জানানো হয় এই মুহূর্তে তিনি হাওড়ার উত্তেজনা প্রবণ এলাকায় যেতে পারবেন না।
আদালতের নির্দেশ থাকার কারণে, শুভেন্দু অধিকারীর নিরাপত্তার কথা মাথায় রেখে এই চিঠি দিয়েছে পুলিশ।
সকালে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের জানান ১৪৪ ধারা মেনেই তিনি হাওড়া যাবেন। তারপরও তাকে যদি পুলিশ আটকায় তাহলে আগামীকাল আদালতের দ্বারস্থ হবেন।
বেশ কিছুক্ষণ শুভেন্দু অধিকারীর গাড়ি পুলিশ আটকে রাখার পর শুভেন্দু অধিকারী কে ছেড়ে দেয় পুলিশ। কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে তার নিরাপত্তা রক্ষীর দুটি গাড়িসহ তার নিজের গাড়ি নিয়ে কলকাতায় যেতে পারবে। কলকাতায় বেশ কিছু কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর সে কারণেই অনুমতি দিয়েছে পুলিশ।
0 Comments