দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা বরদাস্ত করবো না : নওসাদ সিদ্দিকী
বিশ্বরূপ দে
ভারতীয় সেনা নিয়োগে সম্প্রতি কেন্দ্রের "অগ্নিপথ প্রকল্প"-এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙরের বিধায়ক নওসাদ সিদ্দিকী । রবিবার (১৯/৬/২২) এক বিবৃতি জারি করে তিনি বলেন,"অগ্নিপথ প্রকল্পের নামে কেন্দ্রীয় সরকারের "চুক্তিভিত্তিক অস্থায়ী সেনা" নিয়োগের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি"।
ভারতের মতো বিশাল দেশে সেনা নিয়োগ একটা সুনির্দিষ্ট নিয়ম ও পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয় । সেনাবাহিনীর নিজস্ব আইনকানুন রয়েছে । সেক্ষেত্রে এইরকম "সিভিক আর্মি" দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিশাল প্রশ্নচিহ্ন খাড়া করে দেবে বলে বিবৃতিতে উল্লেখ করেছেন তিনি ।
অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে মোদি সরকার এমন এক নতুন ধরণের অর্থনৈতিক ব্যবস্থার উদ্ভাবন করছে, যেখানে অবসরের পর প্রাক্তন সেনা কর্মীদের কোনরকম পেনশন দিতে হবে না এবং আর্থিক কোন দায়-দায়িত্বও সরকারকে নিতে হবে না । এপ্রসঙ্গে তিনি বলেন,"নির্দিষ্ট সময়ের জন্য কিছু টাকা দেওয়ার পর সরকার তার দায়িত্ব সম্পূর্ন ঝেড়ে ফেলবে । সস্তায় নাম কামিয়ে এই প্রকল্পের মাধ্যমে মোদি সরকার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগ প্রক্রিয়া চালুর উদ্যোগ নিয়েছে বলে দাবি বিধায়ক নওসাদ সিদ্দিকীর ।
উক্ত বিবৃতিতে তিনি জানিয়েছেন,"আমাদের সেনাবাহিনীর নানান অভাব অভিযোগ রয়েছে । সরকার সর্বপ্রথম সেই অভাব অভিযোগগুলির সমাধান করুক ।
সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠান, যেখানে গোটা দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব জড়িয়ে আছে, সেই বিষয়ে সরকারের এই ছেলেখেলা চলতে পারে না । দেশের সমস্ত লাভজনক রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলোকে বিক্রি করতে করতে কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীকেও এখন কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার ফন্দি আঁটছে । এই প্রকল্প তারই প্রথম ধাপ"।
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীকে দেওয়া এক চিঠির মাধ্যমে অবিলম্বে এই প্রকল্প বাতিলের জোরালো দাবি জানিয়েছেন নওসাদ সিদ্দিকী । পাশাপাশি, এই প্রকল্পের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ট্রেন, সরকারী সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো যেসব হিংসাত্মক আন্দোলন চলছে, তা ঠিক নয় বলেও বিবৃতিতে মন্তব্য করেছেন তিনি । হিংসার পথ পরিহার করে গণতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণ পদ্ধতিতে আন্দোলনের মাধ্যমে সরকারকে এই প্রকল্প বাতিলে বাধ্য করার আহ্বান জানিয়েছেন আইএসএফ বিধায়ক ।
সর্বপরি কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের চরম বিরোধিতা করে তাঁর হুঁশিয়ারি,"দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা কিছুতেই বরদাস্ত করবো না"।
0 Comments