ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

পনিহাটিতে দই- চিঁড়ে মেলায় চূড়ান্ত বিশৃঙ্খলা ,মৃত ৩ ,আহত প্রায় ৫০

 


নিজস্ব প্রতিনিধি : পানিহাটিতে দই- চিঁড়ে মেলায় ভিড়ের চাপে এবং প্রচণ্ড গরমে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। অতিরিক্ত গরমের কারণে প্রায় ৫০ জনের মতো অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

করোণা মহামারীর কারণে গত দুই বছর অনুষ্ঠিত হয়নি এই মেলা। সে কারণে মেলায় প্রচুর লোক সমাগম হয়। মেলা কর্তৃপক্ষের দাবি সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু মেলায় প্রবেশ এবং বেরোনোর পর এক হওয়ায় মানুষের ভিড় তৈরি হয়। সেই কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

যদিও মেলায় আগত ভক্তদের দাবি, মেলা কর্তৃপক্ষ যথেষ্ট ব্যবস্থা রাখে নি। মানুষ অসুস্থ হওয়ার পরে যথাযথ সময়ে এম্বুলেন্স পাওয়া যায়নি। ছিল না পর্যাপ্ত পুলিশ ও। ভিড়ের চাপে এবং পদপিষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়েন অনেক মানুষ। একসঙ্গে গরমের দাবদাহে আরও অসুস্থ হয়ে পড়ে মানুষ। সেখানে প্রশাসনিক যে ব্যবস্থা থাকার কথা তা চোখে পড়েনি বলে দাবি মেলায় আসা বহু ভক্তদের।

ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, আবহাওয়া খারাপ থাকার কারনে বেশকিছু মানুষ অসুস্থ হয়ে পড়েন। যথেষ্ট পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছিল। প্রশাসনের তরফে সবরকম ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু অত্যধিক গরম এর কারনে বেশকিছু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। তাৎক্ষণিক তাদের মেডিকেল ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। পরে তাদেরকে বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

বিশৃংখলার কারণে পুলিশ মেলা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

কটাক্ষ করতে ছাড়েননি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন "মুখ্যমন্ত্রী কি এই মৃত্যুর দায় নেবেন?"


Post a Comment

0 Comments