সরকারি প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে কৃষকদের ডেপুটেশন
বিশ্বরূপ দে : চুক্তিভিত্তিক ভাগ চাষীদের সরকারী প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে বাঁকুড়া জেলার কৃষি দপ্তরে ডেপুটেশন দিল সিপিআই (এমএল) লিবারেশন ।
জমির মালিকানা সংক্রান্ত কোন কাগজপত্র নেই, অথচ চুক্তিতে চাষ করেন এমন প্রচুর সংখ্যক গরিব চুক্তি চাষী ও অনথীভূক্ত ভাগচাষীরা পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি প্রকল্প থেকে সম্পূর্ন বঞ্চিত । এই সকল চাষী অর্থাৎ প্রকৃত উৎপাদকদের "কৃষক বন্ধু" সহ সমস্ত প্রকল্পে অন্তর্ভুক্ত করা, এদের থেকে সরকারি দরে ধান কেনা, ও ভর্তুকি দিয়ে কৃষি উপকরণ সরবরাহ করার দাবিতে সোমবার ২৭শে জুন'২২ সিপিআই (এমএল) লিবারেশন, কৃষি ও গ্রামীণ মজুর সমিতি এবং কিষাণ মহাসভার পক্ষ থেকে বাঁকুড়া জেলা কৃষি দপ্তরে ডেপুটেশন দেওয়া হয় ।
এদিন বেলা ১২ টায় বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়াম হলের সামনে থেকে প্রায় দুই শতাধিক গরিব চাষী ও ক্ষেতমজুরদের মিছিল কৃষি দপ্তরে গিয়ে জেলার উপ কৃষি অধিকর্তার কাছে স্মারকলিপি পেশ করে ।
উক্ত স্মারকলিপির মাধ্যমে ১০০ দিনের কাজে কেন্দ্র ও রাজ্যের লাগাতার টালবাহানা বন্ধ করা, এবং ১০০দিনের কাজকে কৃষিকাজের সঙ্গে যুক্ত করে গ্রামে গ্রামে কাজ চালু করার দাবি তুলে ধরা হয় ।
সমগ্র কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিআই (এম এল) লিবারেশনের বাঁকুড়া জেলা সম্পাদক কমরেড বাবলু ব্যানার্জি, কিষাণ মহাসভার রাজ্য সম্পাদক কমরেড জয়তু দেশমুখ, বৈদ্যনাথ চিনা, কৃষি ও গ্রামীণ মজুর সমিতির পক্ষে রবিদাস মুর্মু, রামনিবাস বাস্কে, আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চের পক্ষে সুধীর মুর্মু প্রমূখ ।
অবিলম্বে তাদের দাবি মেনে সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে, আগামীদিনে জেলার কৃষকদের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানিয়েছেন নেতৃত্ব ।
0 Comments