ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

CBI ARREST গ্রেফতার অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন

 


নিজস্ব প্রতিনিধি : গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার অনুব্রত মণ্ডলের দেহরক্ষী। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অনুব্রত মণ্ডলের দেহরক্ষীকে গ্রেপ্তার করে সিবিআই। সায়গল হোসেন দীর্ঘদিন অনুব্রত দেহরক্ষী হিসেবে কাজ করেছেন। আজ দুপুরে তাকে সিবিআই আবারও তলব করে। প্রায় সাড়ে চার ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে সিবিআই । সিবিআই সূত্রে খবর, তার হিসাব বহির্ভূত সম্পত্তির সদুত্তর দিতে পারেননি তিনি।

সিবিআই এর আগেও বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে। আজ তাকে হিসাব বহির্ভূত সম্পত্তির তথ্য জানতে চাইলেও সদুত্তর দিতে পারেনি সায়গল। সিবিআই সূত্রের খবর এই আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি কিভাবে এসেছে সে বিষয়ে অনুসন্ধান করতে চাইছে। সিবিআই মনে করছে এর সঙ্গে গরু পাচার কাণ্ডের যোগাযোগ থাকতে পারে। তার মাধ্যমে লেনদেন হতে পারে টাকা। এসব বিষয়ে তথ্য অনুসন্ধানে তাকে গ্রেপ্তার করা প্রয়োজন মনে করেছে সিবিআই। সিবিআই সূত্রে আরও খবর, সায়গল হোসেনকে জিজ্ঞাসাবাদ করে আরও নতুন তথ্য মিলতে পারে।  সায়গল হোসেনকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করায় তার বয়ানে অসঙ্গতি পেয়েছি। তিনি বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়েছেন। বয়ানে অসঙ্গতির কারণে তাকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে মনে করছে সিবিআই।


বিস্তারিত আসছে....

Post a Comment

0 Comments