ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

Nupur Sharma নূপুর শর্মা ও নবীনকুমারের বিরুদ্ধে দেশ বিরোধী কার্যকলাপের জন্য আইনি ব্যবস্থার দাবি আইএসএফ -এর

 নবীর প্রতি কুৎসিত মন্তব্যের প্রতিবাদে সরব আইএসএফ



বিশ্বরূপ দে

       হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি বিজেপির নূপুর শর্মা ও নবীনকুমার জিন্দালের মন্তব্য ভারতের ঐক্য ও সম্প্রীতির পরিপন্থী বাতাবরণ সৃষ্টি করেছে বলে দাবি মুসলিম সম্প্রদায়ের । 

  তাদের বক্তব্য, নবীর প্রতি এই ধরনের মন্তব্য মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে । পাশাপাশি, সংকীর্ন মেরুকরণ রাজনীতির ফায়দা তুলতে সংখ্যালঘু মুসলিমদের প্রতি বিদ্বেষকে হাতিয়ার করা হচ্ছে । এর বিরুদ্ধে সম্প্রতি বীরভূমের মুরারইয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাকে এক প্রতিবাদ সভা সংগঠিত হয় । উক্ত সভা থেকে নূপুর শর্মা ও নবীনকুমারের বিরুদ্ধে দেশ বিরোধী কার্যকলাপের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় ।সংগঠনের পক্ষ থেকে স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে । এই ঘটনার পরিপ্রেক্ষিতে হাওড়া থেকে চার ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ।

  এবিষয়ে ৯ই জুন বৃহস্পতিবার এক প্রেস বিবৃতি জারি করেন আইএসএফের চেয়ারম্যান তথা ভাঙরের বিধায়ক পীরজাদা নওসাদ সিদ্দিকী । উক্ত বিবৃতির মাধ্যেমে তিনি বলেন,"ইসলাম ও রসুল (সাঃ)-এর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে পুলিশ গতকাল হাওড়ায় চার ব্যক্তিকে গ্রেফতার করেছে । আইনের আওতায় এনে এদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে । 

সম্প্রতি বিজেপি'র মুখপাত্র নূপুর শর্মা ও ঐ দলের আর এক নেতা নবী (সাঃ) কে কুৎসিৎ ভাষায় আক্রমণ করেছে । চারিদিকে প্রতিবাদের ঢেউ উঠেছে । কুৎসাকারী ও তাদের মদতদাতাদের জন্য আমাদের দেশের ভাবমূর্তি বিদেশের মাটিতেও নষ্ট হচ্ছে । আমাদের দেশ বহু ধর্ম-বর্ণ-ভাষাভাষীর সমন্বয়ে তৈরি, তার গোড়াতেই কুঠারাঘাত করছে এরা । এটা কোন অবস্থাতেই বরদাস্ত করা যাবে না । সুতরাং আমরা প্রতিবাদ করছি, পথে নেমেছি । তবে আমাদের দেশের সংবিধান অনুযায়ী আমাদের প্রতিবাদ সংগঠিত করতে হবে । 

উগ্রভাবে অন্য কোন ধর্মকে আক্রমণ করে নয় । আমরা যেন এই বিষয়ে সতর্ক থাকি"।

Post a Comment

0 Comments