ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

#rampurhat case বগটুই কাণ্ডে চার্জশিট পেশ সিবিআইএর , আনারুল সহ ১৮ জনের নাম রয়েছে চার্জশিটে


নিজস্ব প্রতিবেদক, রামপুরহাট, ২০ জুন ঃ বগটুই গণ হত্যাকাণ্ডে রামপুরহাট আদালতে প্রথম চার্জশিট পেশ করল সিবিআই। মুখবন্ধ খামে দুই ঘটনারাই চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রায় ৯০ দিনের মাথায় চার্জশিট পেশ করা হল। তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি আনারুল হোসেন সহ ১৮ জনের নাম চার্জশিটে রয়েছে বলে সূত্রের খবর।

গত ২১ মার্চ রাত্রি সাড়ে আটটা নাগাদ বীরভূমের রামপুরহাট বগটুই মোড়ে জাতীয় সড়কের ধারে বোমা মেরে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূলের ভাদু শেখকে। দলীয় নেতা খুনের বদলা নিতে বগটুই গ্রামের একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে পুড়ে ১০ জনের মৃত্যু হয়। ২২ মার্চ ঘটনার তদন্তে সিট গঠন করে রাজ্য সরকার। হত্যাকাণ্ডে ২২ জনের নাম উল্লেখ করা হয়। গ্রেফতার করা হয়েছিল সকলকে। তাদের মধ্যে দুইজন নাবালক। ২৪ মার্চ বগটুই গ্রামে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রামে দাঁড়িয়েই দলের রামপুরহাট ১ নম্বর ব্লক সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতারের নির্দেশ দেন তিনি। ওই দিনই তাকে তারাপীঠ থেকে গ্রেফতার করা হয়। পরের দিন কলকাতা হাইকোর্টের নির্দেশে বহটুই গণহত্যাকাণ্ডের তদন্তভার গ্রহণ করে সিবিআই। সিবিআইয়ের আইজি অখিলেশ কুমার সিংয়ের নেতৃত্বে তদন্ত শুরু করে সিবিআই। তদন্তভার হাতে নিয়ে মুম্বাই থেকে চারজনকে গ্রেফতার করে নিয়ে আসে সিবিআই। পরে আরও দুই জনকে গ্রেফতার করে। ফলে বগটুই হত্যাকান্ডে এখনও পর্যন্ত ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। দুই নাবালকের সিউড়ি জুভেনাইল আদালতে মামলা চলছিল। দুজনকেই শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে আদালত। এরপরেই সোমবার প্রথম চার্জশিট পেশ করা হল।

অন্যদিকে ভাদু শেখ হত্যাকাণ্ডে চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল সিবিআই। ১৮ জুন রামপুরহাট অতিরিক্ত মুখ্য দায়রা বিচারকের এজলাসে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশিকা বের করে সিবিআই। অভিযুক্তরা হল চন্দনকুন্ঠা গ্রামে নিউটন শেখ, বগটুই গ্রামের পলাশ খান, মাসাদ শেখ ও মালু শেখ। অভিযুক্তদের ২০ জুলাইয়ের মধ্যে রামপুরহাট আদালতে হাজিরার নির্দেশিকা জারি করা হয়েছে। তারা নির্দিষ্ট সময়ে আত্মসমর্পণ না করলে সিবিআই তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার করবে বলে সুত্র মারফত জানা গিয়েছে।

সরকারি আইনজীবী সুরজিত সিনহা বলেন, “দুটি মামলায় ২২ জনের নামে চার্জশিট জমা দেওয়া হয়েছে। গনহত্যাকাণ্ডে ১৮ জন এবং ভাদু শেখ হত্যা মামলায় চারজনের নামে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। বাকি রেহাই পেয়েছে। মুখবন্ধ খামে চার্জশিট জমা দেওয়ায় এখনই সব কিছু বলা যাচ্ছে না”।

Post a Comment

0 Comments