ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের লুকিয়ে রাখা টাকা গুনছে সাধারণ মানুষ



নিজস্ব প্রতিনিধি : শ্রীলংকার মানুষের হাতে  ভাত-রুটি পেট্রোল কেনার টাকা নেই।  অথচ প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের প্রাসাদে নাকি লুকনো কোটি কোটি টাকা। এত টাকা যে গুনে শেষ করা যাচ্ছে না। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে প্রাসাদে লুকিয়ে রাখা টাকা গুনছেন এক বিক্ষোভকারী।

শ্রীলঙ্কার মোট বৈদেশিক ঋণের পরিমাণ ৫১ বিলিয়ন মার্কিন ডলার।  আর্থিক সংকট থেকে বাঁচতে বিশ্বব্যাংক ছাড়াও ভারত-সহ একাধিক দেশ থেকে নতুন করে ঋণ নিয়েছে সেদেশের সরকার। যদিও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। তীব্র হয়েছে খাদ্য সংকট। জ্বালানি, বিদ্যুতের অভাবে ধুঁকছে গোটা দেশ। এই অবস্থায় সরকার বিরোধী লাগাতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে মাস দুয়েক আগে পদত্যাগ করতে বাধ্য হন। আর এবার  রাষ্ট্রপতি ভবন থেকে পালালেন গোতাবায়া রাজাপক্ষে। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের আবাসে মিলল কৌশলে নির্মিত সুড়ঙ্গ, এই পথেই কি পালান গোতাবায়া! গোতাবায়া রাজাপক্ষে রাষ্ট্রপতি ভবন থেকে পালাতেই তার দখল নেন হাজার হাজার বিক্ষোভকারী {সেখানেই একটা ছবি ভাইরাল হয়। দেখা যাচ্ছে প্রাসাদে লুকিয়ে রাখা টাকা গুনছেন এক বিক্ষোভকারী। কত টাকা উদ্ধার হয়েছে তা জানা না গেলেও তা কয়েক শো কোটির কম হবে না বলে দাবি শ্রীলঙ্কার এক সংবাদ মাধ্য়মের। এদিকে আরো বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে । কলম্বোয় প্রেসিডেন্টের প্রাসাদের বেড রুমে দিব্যি ভাত ঘুম দিচ্ছেন কয়েকজন । অনেকে আমার নেমে পড়েছেন সুইমিং পুলের স্বচ্ছ জলে। কেই আবার ঘাসের লনে সেলফি দিয়ে ছবি তুলছেন, তো কেউ গা ঘামাচ্ছেন জিমে। কেউ বা আবার ছেলেকে প্রেসিডেন্টের চেয়ারে বসিয়ে ছবি তুলতে ব্যাস্ত। সব মিলিয়ে প্রেসিডেন্ট পালানোর দু দিন পর প্রেসিডেন্ট প্রাসাদ এখন শ্রীলঙ্কার অন্যতম পিকনিক স্পষ্ট। কেউ এই সুযোগ হারাতে চাইছেন না। তাই দেশের আনাচ কানাচ থেকে মানুষ আসছেন প্রেসিডেন্টের প্রাসাদ দেখতে। বুধবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেবেন গোতাবায়া রাজাপক্ষে। তার পর দেশ চালাবে সর্বদলীয় অন্তর্বর্তী সরকার। তাতে রাজি সব দল। এদিকে  সোমবার মধ্যরাতে কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন শ্রীলঙ্কার পলাতক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের ভাই বাসিল। ভিআইপি টার্মিনাল দিয়ে ঢুকে দুবাইগামী বিমানে পালাতে চেষ্টা করছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন অর্থমন্ত্রী।  কিন্তু বিমানবন্দরে যাত্রীরা তাঁকে চিনতে পেরেই স্থানীয় আধিকারিকদের জানিয়ে দেন। তারপর বিমানবন্দরেই আটকে দেওয়া হয় বাসিল রাজাপক্ষেকে । অভিবাসন দপ্তরের আধিকারিকরা তাঁকে দুবাই যাওয়ার অনুমতি দেননি।  গুজব ছড়িয়েছিল বাসিল ভারতে আশ্রয় নিয়েছেন।  কিন্তু সেই দাবি খারিজ করে দিয়েছে ভারত সরকার। এই পরিস্থিতিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারত বরাবর শ্রীলঙ্কার পাশে আছে। এই পরিস্থিতিতে পরবর্তী প্রেসিডেন্ট পদে দাড়ানোর ব্যাপারে ইচ্ছাপ্রকাশ করেছেন সে দেশের প্রধান বিরোধী নেতা সাজিত প্রেমদাসা। অন্যদিকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট পদে বসতে পারেন স্পিকার মাহিন্দা আবেয়াবর্ধনে । পরে পরিস্থিতি স্বাভাবিক হলে শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। তবে গণবিক্ষোভে তপ্ত শ্রীলঙ্কার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নয়া দিল্লি। কারণ রাজনৈতিক দক্ষ নেতৃত্ব ছাড়া এই সংকট থেকে দ্বীপ রাষ্ট্রটির মুক্তির উপায় কঠিন। বলছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরাই।

Post a Comment

0 Comments