ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

Anis Murder আনিস খুনের সঠিক তদন্তের দাবিতে ১২-১৫ জুলাই রাজ্য জুড়ে আন্দোলন : মীনাক্ষী

নিজস্ব প্রতিবেদক : আনিস খান খুনে পুলিশ আদালতে যে চার্জশিট দাখিল করেছে তাতে আস্থা নেই বাম যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের। অবিলম্বে খুনীদের গ্রেফতার করে শাস্তির দাবিতে পথে নামছে ডিওয়াইএফআই। ১২ থেকে ১৫ জুলাই পর্যন্ত প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও সিবিআই তদন্তের দাবিতে রাজ্য জুড়ে আন্দোলনে নামছেন তারা। জানালেন সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। 

প্রতিবাদী ছাত্র নেতা আনিস খানকে খুনই করেছে পুলিশ । তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আদালতে কি চার্জশিট জমা দিল তাতে আমল দিতে রাজি নন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায় । অবিলম্বে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে শাস্তির দাবিতে পথে নামছে ডিওয়াইএফআই। ১২ থেকে ১৫ জুলাই পর্যন্ত  দোষী পুলিশ অফিসারদের গ্রেফতার ও সিবিআই তদন্তের দাবিতে রাজ্য জুড়ে আন্দোলনে নামছে বাম যুব সংগঠনটি। এমনটাই জানালেন সংগঠনের রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।

  পুলিশ আদালতে যে চার্জশিট দাখিল করেছে তাতে আস্থা নেই  আনিস খানের বাবা সালেম খানেরও। প্রসঙ্গত সোমবারই পুলিশ আদালতে চার্জ শিট পেশ করে জানায় আনিস খানকে খুন করা হয়নি। তিন তলা থেকে অসাবধানতা বশত পড়ে গিয়েই মৃত্যু হয় তার। গতকালই পুলিশের এই চার্জশিটকে অস্বীকার করে সিবিআই তদন্তের দাবিতে অনড় থাকেন বৃদ্ধ সালেম খান{ মঙ্গলবার তারই দাবীর প্রতিদ্ধনী শোনা গেল  ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের গলাতেও

Post a Comment

0 Comments