নিজস্ব প্রতিনিধি : অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে রাজ্য মন্ত্রীসভা থেকে অপসারণ ও প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে রবিবার বৃষ্টি উপেক্ষা করে মিছিল করল এসইউসিআইয়ের ছাত্র সংগঠন AIDSO । এদিন বিবি গাঙ্গুলী স্ট্রিট সেন্ট্রাল এভিনিউ ক্রসিং থেকে মিছিল করে এসে বউবাজার অবরোধ করেন তারা ।
বাম, বিজেপি,কংগ্রেসের পর এবার পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে পথে নামল এসইউসিআইয়ের ছাত্র সংগঠন AIDSO । এদিন বৃষ্টি উপেক্ষা করে মিছিল করেন এসইউসিআইয়ের ছাত্র সংগঠন AIDSO-র কর্মী সমর্থকরা। বিবি গাঙ্গুলী স্ট্রিট, সেন্ট্রাল এভিনিউ ক্রসিং থেকে মিছিল শুরু করে বউবাজার পৌঁছে পথ অবরোধ করেন তারা ।
এই ঘটনায় কিছুক্ষণের জন্য রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়{ মিছিল থেকে পার্থ চট্টোপাধ্যায়কে অবিলম্বে মন্ত্রীসভা থেকে অপসারণ ও দোষী নেতা মন্ত্রীদের গ্রেফতারের দাবি জানান AIDSO-র নেতৃত্ব ।
0 Comments