ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

১০ মাসের শিশুকন্যা চাকরি পেল ভারতীয় রেলে


নিজস্ব প্রতিবেদক : ছত্তিশগড়ে দশ মাসের শিশু কন্যাকে চাকরি দিল ভারতীয় রেল। যেহেতু এই সময় তার লেখার কোন অভিজ্ঞতা নেই তাই নেওয়া হল আঙ্গুলের ছাপ।

দশ মাসের একটি শিশুকন্যার পক্ষে চাকরি করা সম্ভব কি? এই প্রশ্নটা অতি স্বাভাবিক। দশ মাসের একটি শিশু কন্যা সে খেলবে বাবা-মায়ের আদরে বড় হবে। এটাই প্রচলিত নিয়ম। কিন্তু অবাক হওয়ার বিষয় এত অল্প বয়সেই এই একরত্তি সুকন্যাটি নাকি চাকরি পেয়ে গেছে। অনেকেই মনে করছেন রেলের ইতিহাসে এই ধরনের ঘটনা ভারতবর্ষে প্রথম এবং নজির বিভিন্ন বটে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, পথ দুর্ঘটনায় বাবা-মাকে হারিয়েছে ছত্রিশগড়ের ওই একরত্তি শিশু কন্যাটি। দুর্ঘটনায় মারা যাওয়ার সময় রেলওয়ে কর্মরত ছিলেন ওই শিশুর বাবা। সে কারণে বাবার মৃত্যুর পর বাবার চাকরি দেওয়া হলো মেয়েকে। ১৮ বছর বয়স হলে যোগ দিতে পারবে চাকরিতে।

গত এক জুন পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ওই শিশুটির বাবা-মায়ের। কিন্তু শিশুটি প্রাণে বেঁচে যায়। বাবা রাজেন্দ্র কুমার ভিলাই রেলওয়ে ইয়ার্ডে কাজ করতেন। গত চৌঠা জুলাই দক্ষিণ-পূর্ব রেলের কর্ম দপ্তরে শিশুটিকে চাকরি দেওয়া হয়েছে। রেলের এক আধিকারিকের কথায় "খুবই আবেগঘন মুহূর্ত। শিশুটির আঙ্গুলের ছাপ নেওয়ার কাজটা কঠিন ছিল আমাদের জন্য।"

Post a Comment

0 Comments